বছর ঘুরলেও কমেনি জনপ্রিয়তা, নতুনদের টপকে ‘সেরা ছবি’ হিসেবে আবারও পুরস্কৃত অপরাজিত-প্রজাপতি

বাংলাহান্ট ডেস্ক: অপরাজিত (Aparajito) এবং প্রজাপতি (Projapoti), প্রথমটি মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে এক বছর আর দ্বিতীয়টি মুক্তি পেয়েছে ছয় মাস আগে। তবুও দুটোর একটাও ঘিরে উন্মাদনা, দর্শকদের ভালবাসা কমেনি। দুটি ছবিই বাংলা চলচ্চিত্র জগতে মাইলফলক সৃষ্টি করেছে। এতদিন পরেও এখনো পুরস্কারের ঝুলি ভরে চলেছে অপরাজিত এবং প্রজাপতি।

টেলি সিনে অ্যাওয়ার্ডসের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই সেরার সেরা সম্মানে সম্মানিত হল অপরাজিত এবং প্রজাপতি। অনীক দত্ত পরিচালিত ছবিটি পেয়েছে সেরা ফিল্ম জুরি পুরস্কার। অন্যদিকে সেরা জনপ্রিয় ছবি নির্বাচিত হয়েছে অভিজিৎ সেনের প্রজাপতি।

mithun chakraborty projapoti

অভিজিৎ সেন নিজে পেয়েছেন সেরা প্রতিশ্রুতিবান পরিচালকের পুরস্কার। সেরা সহ অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন খরাজ মুখোপাধ্যায়। ওয়েব সিরিজে সেরা অভিনেতার পুরস্কার উঠেছে অঙ্কুশ হাজরার হাতে। পুরস্কৃত হয়েছেন আদৃত রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়, ইমন চক্রবর্তীদের। সম্মানিত করা হয়েছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।

‘হাওয়া’ খ্যাত অভিনেতা এই অনুষ্ঠানকে মিলন উৎসব আখ্যা দিয়ে বলেন, দুই বাংলা যুক্ত হয় এই অনুষ্ঠানে। এখানে থাকতে পেরে তিনি খুশি। একই রকম কথা শোনা গেল অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী মুখে। তিনি বলেন, দুই বাংলারই অভিনেতা পরিচালকরা থাকেন এই উৎসবে। আর তিনি বিগত ২০ বছর ধরে যুক্ত এই অনুষ্ঠানের সঙ্গে।

aparajito by anik dutta starring jeetu kamal look

প্রসঙ্গত, অপরাজিত এবং প্রজাপতি দুটি ছবি ভিন্ন ঘরানার হলেও সমান জনপ্রিয় হয়েছে। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছে ছবি দুটি। মুক্তির পর এতদিন কেটে গেলেও দর্শকরা যে এখনো ভাললাগা দিয়ে ভরিয়ে রেখেছেন অপরাজিত এবং প্রজাপতিকে তার সাক্ষী হয়ে থাকল টেলি সিনে অ্যাওয়ার্ডস।


Niranjana Nag

সম্পর্কিত খবর