ধর্ষক ও ধর্ষিতার এক ভয়াবহ কাহিনি, ফের বড়পর্দায় জুটি বাঁধছেন অপর্ণা-কঙ্কনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার মেয়ে কঙ্কনা সেনশর্মার (konkona sen sharma) সঙ্গে জুটি বাঁধছেন অপর্ণা সেন (aparna sen)। ধর্ষক ও ধর্ষণের গল্প নিয়ে আসছে অপর্ণার পরিচালনায় ‘দ‍্য রেপিস্ট’। এর আগে মায়ের পরিচালনায় বেশ কিছু ছবি করেছেন কঙ্কনা। এই ছবিটি দর্শকদের মনস্তত্বকে গভীর ভাবে নাড়া দেবে এমনি বিশ্বাস অপর্ণার।

ছবির চিত্রনাট‍্যও নিজেই লিখেছেন অপর্ণা সেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার মাথায় ছিল তিন ধর্ষকের মানসিকতা। একের পর এক স্তর পেরিয়ে আসল মানুষটাকে খুঁজে নেওয়া সত‍্যিই বেশ আকর্ষক। আরো আকর্ষক হল একটা দেশের মধ‍্যেই দুটো জগতকে মেলানো। একটা জগত বস্তির মধ‍্যে তার পুরনো ধ‍্যান ধারনা নিয়ে আর অন‍্যটা উন্নত ভারত তার ‘প্রগতিশীল’ চিন্তা নিয়ে।”


ছবির গল্প তিন ধর্ষককে নিয়ে, একটি ধর্ষণের ঘটনা কিভাবে তাদের জীবন বদলে দেয়। ছবিটি শুধু মাত্র ধর্ষিতাকে কেন্দ্র করে নয়, ধর্ষকদের বাড়ির পরিস্থিতি কেমন হয় সেটাও উঠে আসবে এই ছবিতে। সত‍্যিটা যখন ধর্ষকের বাড়ির মানুষ জানতে পারে তখন তাদের মনোভাব কেমন হয় তাও উঠে আসবে ছবিতে।

কঙ্কনা ছাড়াও ছবিতে রয়েছেন অর্জুন রামপাল, তন্ময় ধনানিয়া। এর আগে মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, ১৫ পার্ক অ্যাভিনিউ সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন অপর্ণা ও কঙ্কনা। তার মধ‍্যে মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার জাতীয় পুরস্কারও জেতে। আগামী মার্চেই শুরু হতে পারে ছবির শুটিং।

কঙ্কনা সেন শর্মাকে শেষ বার দেখা গিয়েছিল পরিচালক সীমা পাহওয়ার রামপ্রসাদ কি তেহরভি ছবিতে। ছবিতে কঙ্কনা ছাড়াও ছিলেন নাসিরুদ্দিন শাহ, বিনয় পাঠক, সুপ্রিয়া পাঠক ও মনোজ পাহওয়া।

সম্পর্কিত খবর

X