বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে ব্যাপক দাম বেড়েছে সোনার (Gold Price)। নিত্যদিনই লাফিয়ে বাড়ছে হলুদ ধাতুর মূল্য। ওদিকে পিছিয়ে নেই রুপোও। সোনার পিছু পিছু রুপোর দামও দিন দিন বেড়েই চলেছে (Gold-Silver)। তবে এই দুইজনাকে পিছনে ফেলে দিচ্ছে এদেরই বড় দাদা! বহু দিন লাইমলাইটে না থাকা সেই ধাতুটি হঠাৎ দ্রুত গতিতে ছুটতে শুরু করেছে।
সোনা-রুপোকেও পিছনে ফেলে এগিয়ে এই ধাতু | Gold-Silver
রিপোর্ট বলছে, চলতি বছরের শুরু থেকেই এই মূল্যবান ধাতুর দাম লাফিয়ে বেড়েছে। গত কয়েক বছরে এক লাফে প্রায় ৮০ শতাংশ বেড়েছে দাম। যদি তুলনা করা যায় তাহলে এই একই সময়ে সোনার দাম বেড়েছে প্রায় ৫১ শতাংশ আর রুপোর দাম বেড়েছে ৬৮ শতাংশ। আর এদের বড় দাদা দামের দিক থেকে সকলকে চাপিয়ে ঘোড়ার মত ছুটছে।
কোন ধাতুর কথা বলা হচ্ছে বলুন তো?
ঠিকই ধরেছেন। এখানে কথা হচ্ছে প্ল্যাটিনামের (Platinum)। সোনার গয়না যেমন ঐতিহ্য, তেমনই রকমারি ফ্যাশনেবল গয়নায় নজর কাড়ছে প্ল্যাটিনাম। তাই দিন দিন যেমন চাহিদা বেড়েছে, তার সাথে দামও পাল্লা দিয়ে বাড়ছে। বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই আশা দেখছেন এই প্ল্যাটিনামে।
বিনিয়োগে কতটা লাভ?
বাজার বিশ্লেষকদের কথায়, এদিকে বিশ্বের অনিশ্চিত আর্থিক পরিস্থিতি অন্যদিকে মুদ্রাস্ফীতির আশঙ্কা, আবার মার্কিন যুক্তরাষ্ট্র সুদের হার হ্রাসের প্রভাবে এই চকচকে ধাতুতেই বিনিয়োগ নিরাপদ বলে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। সামনেই দীপাবলি, তার আগে প্ল্যাটিনামে বিনিয়োগ আরও অনেকাংশে বাড়বে বলেই আশা বাজার বিশ্লেষকদের।
কিভাবে দামের দিক থেকে সোনা-রুপোকেও টেক্কা?
এর কারণ রয়েছে দুই। একদিকে সরবরাহে ঘাটতি এবং শিল্প ও বিনিয়োগ ক্ষেত্রের চাহিদা ক্রমাগত বেড়েছে। ২০২৩ ও ২০২৪ সালে প্ল্যাটিনামের দাম ছিল প্রায় গতিহীন। ২০২৩ সালে এই ধাতুর দাম কমেছিল ৮%, তার আগে ২০২২ সালে দাম বেড়েছিল মাত্র ১০%। কিন্তু চলতি বছরে রীতিমতো ভেলকি দেখাচ্ছে এই ধাতু।
উল্লেখ্য, একসময় সোনার চেয়েও দামি ছিল প্ল্যাটিনাম। তবে দিন দিন হলুদ ধাতুর চাহিদা বাড়তে থাকায় সোনার দাম তিন গুণ বেড়ে গিয়েছে প্ল্যাটিনামের তুলনায়। তবে ইয়ং জেনারেশন থেকে শুরু করে অনেকেই এখন আবার গয়না তৈরিতে প্ল্যাটিনামকে বেছে নিচ্ছেন।
আরও পড়ুন: নয়া নিয়ম! অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুখবর, পেনশন সংক্রান্ত নির্দেশিকা জারি
সোনার তুলনায় প্ল্যাটিনাম সস্তা, টেকসই এবং স্টাইলিশ তো অবশ্যই। বিশ্বজুড়ে এর চাহিদা বেড়েছে এবং মজুত কমেছে। ফলে বাজারে ঘাটতি দেখা দিয়েছে। আমরা জানি যোগান কমলে দাম বাড়ে। এই নিয়ে টানা তিন বছর এই ধাতুর চাহিদা সরবরাহের তুলনায় অনেকটাই বেশি থাকবে। উল্লেখ্য, কেবল গহনার ক্ষেত্রেই নয়, বিনিয়োগ, অটোমোবাইল শিল্পেও প্ল্যাটিনামের ব্যবহার ক্রমশ বাড়ছে দিন দিন।