IPL নিলাম থেকে KKR-এ দুই বাংলাদেশির পাশাপাশি আসলেন নামিবিয়ার অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হলো আইপিএলের মিনি অকশন। নিলামের একদম শেষভাগে হাসি ফুটলো বাংলাদেশের ক্রিকেটারদের মুখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ৬০ রানের একটি ইনিংস খেলার পর নিজেকে আইপিএল নিলামে তুলতে রাজি হয়েছিলেন লিটন কুমার দাস। আজ প্রথম দফায় হতাশ হলেও দ্বিতীয় দফায় সাকিব আল হাসানের পাশাপাশি বেস প্রাইসে লিটনকেও দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

সাকিবের এবারের আইপিএলে ফিরছেন নিজের পুরোনো ঠিকানায়। ফের একবার বলিউড মহাতারকা শাহরুখ খানের দলের অংশ হলেন তিনি। এর আগে দলটির প্রথম আইপিএল জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব। নিলামে তার বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা। লিটনের বেস প্রাইস ছিল ছিল ৫০ লাখ টাকা। আর কোনও ফ্র্যাঞ্চাইজি তাদের নিয়ে আগ্রহ দেখায়নি।

এই দুজনকে একসঙ্গে দলে নিয়ে ইতিহাস তৈরি করলো কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য কোনও দলে একসঙ্গে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। এইমুহূর্তে বাংলাদেশের হয়ে দুজনেই ছন্দে রয়েছেন। কিন্তু দুজনের একসঙ্গে প্রথম একাদশে খেলার সুযোগ কম।

সেই সঙ্গে কেকেআর দলে নিয়েছে নামিবিয়া ক্রিকেট দলের অধিনায়ক ডেভিড উইজেকে। আদতে তিনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। কিন্তু সুযোগের অভাবে তিনি নামিবিয়ার হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তীকালে। এর আগে তিনি আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৫ টি ম্যাচ খেলেছেন। ওই ১৫ টি ম্যাচে তিনি বিরাট কোহলির দলের হয়ে ১২৭ রান করার পাশাপাশি ১৬ টি উইকেটও নিয়েছেন।

এই তিনজন ছাড়া কেকেআর যাদের দলে নিয়েছেন, তারা হলেন:

১. নারায়ন জগদীশন (কিছুদিন আগে বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরান করেছেন)
২. মনদীপ সিং (আইপিএলে একাধিক দলে খেলার অভিজ্ঞতা আছে)
৩. সুয়াস শর্মা ( )
৪. কুলবন্ত কেজরোলিয়া (বাঁ-হাতি মিডিয়াম পেসার, বিজয় হাজারে ট্রফিতে হ্যাটট্রিক করার অভিজ্ঞতা আছে)
৫. বৈভব অরোরা (পাঞ্জাব কিংসের হয়ে অভিষেকে মঈন আলী ও রবিন উথাপ্পার উইকেট তুলেছিলেন)

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর