সন্তানকে মানুষের মতো মানুষ করতে চান? মেনে চলুন কালাম স্যারের ৬টি নীতি

বাংলা হান্ট ডেস্ক: সন্তানকে মানুষের মত মানুষ করতে কে না চায় বলুন তো। সন্তান ভালো মানুষ হবে সমাজে নাম করবে তাতে বাবা-মায়ের গর্বে বুক ফুলে উঠবে। তাইতো বাবা মায়ের সন্তানদের শিশু বয়স থেকেই সমাজের পারিপার্শ্বিক বিষয়-আসয় সম্পর্কে শেখাতে থাকেন। এমনকি সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা-মায়েদের জীবনের অর্ধেক জীবনটা ত্যাগ করতে করতে কেটে যায়। মূলত শিক্ষার মাধ্যমে সন্তানকে ভদ্র, নম্র ,সভ্য করে তুলতে চান। তবে অনেক সময় দেখা যায়, আপনি শিক্ষা দেওয়ার পরও বাচ্চা মানুষের মতো মানুষ হতে পারছে না।

আব্দুল কালাম (APJ Abdul Kalam) স্যারের ৬টি নীতি

এখন প্রশ্ন হচ্ছে কেনো? ঠিক কিসের অভাবে আপনার সন্তান মানুষ হতে পারছে না। আমরা বাচ্চাদের মানুষ করতে গিয়ে অনেক সময় অতিরিক্ত চাপ দিয়ে ফেলি। কিন্তু আসল শিক্ষা থেকেই বাচ্চারা বঞ্চিত হয়ে পড়ে। এপিজে আব্দুল কালামের (APJ Abdul Kalam) মতে, বাচ্চাকে শুধু পুঁথিগত শিক্ষা দিলেই হবে না, সবার আগে প্রয়োজন বাচ্চাকে ভদ্র, সভ্য করে তোলার। এপিজে আবদুল কালামকে (APJ Abdul Kalam) আপনারা সকলেই চেনেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী হিসেবে। এই ব্যক্তির আদর্শ এবং অনুপ্রেরণায় আদর্শিত গোটা দেশ, গোটা সমাজ।

এপিজে আবদুল কালামের (APJ Abdul Kalam) মতে, সন্তানকে মানুষ করতে হলে এই ৬টি নীতি মেনে চলতে হবে। তাহলেই আপনার সন্তান জীবনের সফল হয়ে উঠতে পারবে। কি সেই ৬টি নীতি দেখে নিন:

১) সংবেদনশীল: আপনার সন্তানকে সাহায্য করতে শেখান। বিশেষ করে দুঃস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বার্তা দিন। তার জন্য আপনাকেও সাহায্য করতে হবে। আপনাকে দেখেই আপনার বাচ্চা অপর ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। মনে রাখবেন আপনার সন্তান যদি সংবেদনশীল, দয়ালু প্রকৃতির হয়, তাহলে এই মহৎ গুন তাকে জীবনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে।

২) সংযত: সন্তানের সামনে নিজের বাক ক্ষমতাকে সংযত রাখুন। নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন। এছাড়াও কখনোই সন্তানের সামনে বাবা মায়েরা ঝগড়া করবেন না। এর প্রভাব আপনার শিশুর উপর বাজে ভাবে পড়তে পারে। এছাড়াও কখনো বাচ্চার সামনে কদর্য ভাষা ব্যবহার করে কথা বলবেন না।

৩) ভালো পরিবেশ: সুস্থ সমাজই আপনার সন্তানকে সুস্থ ভাবে বেড়ে তুলতে সাহায্য করে। কিন্তু পরিবেশ যদি সঠিক না হয় তাহলে বাচ্চার শিক্ষায় প্রভাব পড়বে।

আরও পড়ুন: নবান্ন থেকে বারবার আসছে নতুন নিয়ম! আবাস প্রকল্পের তালিকা তৈরীতে নাজেহাল জেলা প্রশাসন

৪) আত্মবিশ্বাস: ছোট থেকেই বাচ্চাকে আত্মবিশ্বাসই করে তুলুন। জীবনে যেন কোন কিছুকে ভয় না পায়। পাশাপাশি চেষ্টা করুন বাচ্চার ছোট ছোট কাজ গুলিকে উৎসাহ দেওয়ার। এতে করে আপনার সন্তানের মধ্যে আত্মবিশ্বাসের ক্ষমতা বাড়বে। এমনকি চেষ্টা করুন অতিরিক্ত বকাঝকা না করে স্নেহ, ভালবাসায় বড় করার।

৫) সত্য পথ অবলম্বন করা: মিথ্যে আশ্রয় নিয়ে জীবনে চলার নীতি শেখাবেন না। ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে শেখান। তার জন্য বাবা মায়েরাও যেন সন্তানের সামনে মিথ্যে কথা না বলে। নইলে আপনার দেখাদেখি বাচ্চারাও একই কাজ করবে। এই কাজ করা থেকে সাবধান থাকুন। বাচ্চাকেও সত্যের পথে চলতে শেখান নিজেরাও সত্যের পথে চলুন। দেখবেন এতে করে আপনারই ভালো হবে।

Abdul Kalam 1

৬) মূল্যবোধ: সকল মানুষের মধ্যে মূল্যবোধ থাকাটা আবশ্যক। বড়দেরকে সম্মান করে চলা ছোটদেরকে ভালোবাসা দেওয়া এগুলোই হচ্ছে মূল্যবোধের পরিচয়। আপনারাও চেষ্টা করুন বাড়ির বড়দের সাথে মিষ্টি ভাষায় কথা বলার। এতে করে আপনার সন্তানও বড়দের সম্মান করতে শিখবে।

এপিজে আবদুল কালামের (APJ Abdul Kalam) এই নীতিগুলি অনুসরণ করতে পারলেই আপনার সন্তান হয়ে উঠবে সমাজের শ্রেষ্ঠ। কারণ মনে রাখবেন শিশুদের শিক্ষার প্রথম পাঠই হচ্ছে ঘর। আপনারা যা শেখাবেন বাচ্চারাও তাই শিখবে।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর