কাজ দেবে ম্যাজিকের মতো! পুজোতেই বাড়ি বসেই দূর করুন বগলের কালো ছোপ

বাংলা হান্ট ডেস্ক : দেখতে দেখতে নিজের নিয়মেই এসে গিয়েছে দুর্গা পুজো। ব্যস্ত শিডিউলের মধ্যেই ঠিক সময় বার করে নিয়ে পুজোর সাজে সেজে উঠেছেন আধুনিকারা। তবে কি জানেন তো এই এত সুন্দর পরিপাটি সাজগোজ-ও  একটা ছোট্ট ভুলের কারণে মাটি হয়ে যেতে পারে নিমেষেই। আসলে অনেকেই রেজার কিংবা বাজার চলতি ক্রিম ব্যবহার করে বগলের (Underarms) লোম তুলে থাকেন।

বগলের (Underarms) কালো ছোপ দূর করার টিপস

এরফলে  লোম উঠলেও, ত্বকের উপরে থেকে যায় একটা কালো দাগ। এই দাগ উঠতে চায় না সহজেই। আর এই দাগের জন্য চাইলেও  সব পোশাক পরা যায় না। বিশেষ করে স্লিভলেস কিংবা ছোট হাতার  জামা কিংবা ব্লাউজ পরলেই পাশ থেকে উঁকি মারে এই কালো কালো দাগ। অস্বস্তির কারণ তো বটেই সেই সাথে পুজোয় বন্ধু-বান্ধবদের সাথে বেরিয়ে পেস্টিজ পাঞ্চার করতেও সময় লাগবে না এক মুহূর্ত।  যার ফলে ছোট্ট একটা দাগের জন্যই  মাটি হয়ে যাবে পুরো সাজ। তাই আজ আপনাদের জন্য রইল কিছু ঘরোয়া উপায়ে বগলের (Underarms) কালো দাগ দূর করার টিপস।

এক্ষেত্রে প্রথমেই রয়েছে পাতিলেবু। প্রত্যেকের বাড়িতেই কমবেশি এই লেবু থাকে। অ্যান্টি অক্সিডেন্ট-এ ভরপুর লেবু খুব সহজেই যে-কোনো দাগ সরাতে ম্যাজিকের মত কাজ করে। তাই শেভিং -এর পর বগলের (Underarms) কালো দাগ দূর করতেই নিয়ম করে প্রত্যেকদিন স্নানের সময় পাতি লেবু লাগাতে হবে। তবে আরও ভালো রেজাল্ট চাইলে লেবুর সঙ্গে চিনিও ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন : নখ নিয়ে নখরার দিন শেষ! ব্যবসা শুরু করুন Nail Extension’র, তুঙ্গে চাহিদা; বছরভর হবে টাকার বৃষ্টি

এছাড়াও অলিভ অয়েলের সঙ্গে কিছুটা ব্রাউন সুগার মিশিয়েও ব্যবহার করা যেতে পারে। এই মিশ্রণ  তিন দিন ব্যবহার করলেই কাজ করবে ম্যাজিকের মতো। মুক্তিও পাবেন দাগ-ছোপের সমস্যা থেকে।

এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নার জন্য প্রায় সব সময় আলু তো থাকেই।  কয়েক ফালি আলু কেটে তা বেটে নিয়ে ভালো করে তার রস বার করে  নিতে হবে। এরপর তারই  মধ্যে ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণ বগলে লাগিয়ে নিলেই ব্যাস! নিমেষে ভ্যানিশ হবে সমস্ত দাগ। এই মিশ্রণ  শেভিং এর পরে তো বটেই, সেইসাথে সপ্তাহে ৩ দিন বগলে লাগালেই সমস্ত কালো দাগ দূর হবে।

underarms 2

এছাড়াও কেউ চাইলে এক চামচ বেকিং সোডা নিয়ে তাতে গোলাপজল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দুই থেকে তিনবার বগলে লাগাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই মিশ্রণ কেউ যেন বগলে ৫ মিনিটের বেশি লাগিয়ে  না রাখেন।

এছাড়াও বগলে নারকেল তেল লাগিয়ে ১০-১৫ মিনিট ধরে ম্যাসাজ  করলেও ভালো ফল পাওয়া যায়।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর