বন্ধ হয়ে যাবে iPhone 13, 14! সমস্ত স্টক শেষ করছে Apple, দামেও বড় পতন

বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথমসারিতে থাকে iPhone। যত দিন এগোচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে এই ফোন। এমতাবস্থায়, অনেকেই iPhone কিনতে চাইলেও দামের কারণে পিছিয়ে আসেন। তবে, এবার আপনি যদি সস্তায় iPhone কিনতে চান তাহলে এটাই হল সেরা সময়।

কারণ আগামী দিনে iPhone 13 সহ আরও অনেক মডেল বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। মূলত, Apple মাত্র তিন বছরের পুরোনো স্মার্টফোন বিক্রির জন্য উপলব্ধ করে। এমন পরিস্থিতিতে চলতি বছরে iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার পর কোম্পানির একাধিক পুরোনো মডেলের স্মার্টফোন বন্ধ হয়ে যেতে পারে।

iPhone 13 কেনার সেরা সুযোগ: Apple-এর পরবর্তী স্মার্টফোন iPhone 15 লঞ্চ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। এরপর iPhone 14-এর দাম কমতে পারে। এছাড়াও, iPhone 12 এবং iPhone 13-এর কিছু মডেল বন্ধ করা হবে। এমন পরিস্থিতিতে, আপনি এখনই সবচেয়ে কম দামে iPhone 13 কিনতে পারেন। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে মাত্র 31,000 টাকায় Flipkart থেকে iPhone 13 কেনা যাবে।

iPhone-এর এই মডেলগুলি বন্ধ হয়ে যাবে: এই প্রসঙ্গে টমস গাইডের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, iPhone 15 সিরিজ লঞ্চ হওয়ার পর iPhone 12, iPhone 14 Pro, iPhone 14 Pro Max এবং iPhone 13 Mini-র মত মডেলগুলি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি, কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে যে Apple iPhone 12 মডেলটি বন্ধ করার পরিকল্পনা করছে।

whatsapp image 2023 04 17 at 4.02.20 pm

আসছে iPhone 15 সিরিজ: উল্লেখ্য যে, চলতি বছরে iPhone 15 সিরিজের চারটি মডেল লঞ্চ হতে পারে। যেটির বেস মডেল হবে iPhone 15। এর পাশাপাশি iPhone 15 Plus এবং iPhone 15 Pro হবে আরও দু’টি মডেল। পাশাপাশি টপ মডেল হবে iPhone 15 Pro Max। জানা গিয়েছে, iPhone 15 সিরিজের সমস্ত মডেলে A16 বায়োনিক চিপসেটের সাপোর্ট উপলব্ধ থাকবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর