iPhone 16 লঞ্চের আগেই বড় ঘোষণা! ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে নতুন দায়িত্ব দিল Apple

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি, Apple Inc ভারতীয় বংশোদ্ভূত কেভান পারেখকে কোম্পানির CFO হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। এর আগে লুকা মায়েস্ত্রি কোম্পানির CFO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি কর্পোরেট সার্ভিস টিমের অংশ হয়ে উঠেছেন। বর্তমানে কেভান পারেখ Apple-এর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

Apple-এর CFO পদে ভারতীয় বংশোদ্ভূত কেভান:

আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে তিনি কোম্পানির CFO-র স্থলাভিষিক্ত হবেন। জানিয়ে রাখি যে, কেভান পারেখ গত ১১ বছর ধরে Apple-এর সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি, কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি এবং অপারেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Apple has given new responsibility to Kevan Parekh of Indian origin.

কেভান পারেখ কে: জানিয়ে রাখি, কেভান পারেখের Apple-এর ফাইন্যান্স টিমে পৌঁছনোর পেছনে রয়েছে মজবুত টেকনিক্যাল এবং ব্যবসায়িক শিক্ষা। তিনি মিচিগান বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন কছেন। এরপর তিনি বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন।

আরও পড়ুন: হয়ে যান প্রস্তুত! এবার YouTube দেখতে গেলেই পকেটে পড়বে টান, করতে হবে এত খরচ

১১ বছর ধরে Apple-এর সাথে যুক্ত: ৫২ বছর বয়সী কেভান পারেখ প্রায় ১১ বছর আগে Apple-এ যোগ দেন। এর পরে তিনি দ্রুত নিজেকে কোম্পানির ফাইন্যান্স লিডারশিপ টিমের একটি অংশে পরিণত করেন। বর্তমানে, Apple-এর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস টিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কোম্পানির ফাইন্যান্স সংক্রান্ত কাজ দেখাশোনা করেন। এর পাশাপাশি তিনি ইনভেস্টার রিলেশন এবং মার্কেট রিসার্চ সংক্রান্ত কাজ দেখাশোনা করেন এবং সরাসরি টিম কুকের কাছে রিপোর্ট করেন।

আরও পড়ুন: এবার ভারতীয়দের বিরাট ধাক্কা দিলেন ট্রুডো! কানাডায় লাগু নতুন নিয়ম, মাথায় হাত লক্ষ লক্ষ মানুষের

Apple-এর আগে কোথায় কোথায় কাজ করেছেন: প্রথমদিকে কেভান পারেখ Apple-এর বিশ্বব্যাপী বিক্রয়, রিটেল এবং মার্কেটিং দেখাশোনা করতেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, কেভান পারেখকে গত কয়েক মাসে তাঁর সিনিয়র মায়েস্ত্রি CFO-র ভূমিকার জন্য তাঁকে প্রস্তুত করেছেন। Apple-এ যোগ দেওয়ার আগে পারেখ থমসন রয়টার্স এবং জেনারেল মোটরসেও কাজ করেছেন। পারেখ সেখানে একাধিক সিনিয়র লিডারশিপের ভূমিকা পালন করেন। তিনি প্রায় ৪ বছর রয়টার্সে কাজ করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর