বাংলা হান্ট ডেস্কঃ Apple iPhone 13 মুক্তির পরই বিশ্ববাসীর মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে আর এবার সবার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন iPhone 14। সম্প্রতি, নতুন এই আইফোনের প্রথম ছবি বেরোনোর পর থেকেই সবার নজর সেই দিকে।
iPhone 14 Max Pro এর CAD রেন্ডার ইন্টারনেটে ফাঁস হওয়ার পর থেকেই গোটা বিশ্বেই এ বিষয়ে শুরু হয় আলোচনা। বলা হচ্ছে, প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বিশ্বাসযোগ্য ফোন হতে চলেছে apple এর এই নতুন সেটটি। ShrimpApplePro নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তার টুইটারে iPhone 14 Max Pro-এর CAD রেন্ডার শেয়ার করেন।
গত 4 ঠা এপ্রিল iPhone 14 Max Pro এর ছবি আপলোড করার পর থেকেই ইন্টারনেটে ঝড় ওঠে এবং তার পরের দিনই ফোনটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ে আরো বিবরণ জারি করা হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তথ্য অনুযায়ী, iPhone 13 Pro Max-এর বেজেল এর পরিমাপ যেখানে ছিলো 2.42mm, সেখানে iPhone 14 Pro Max-এ 1.95mm বেজেল থাকতে চলেছে। এই বিষয়টি যে ফোন ব্যবহারকারীদের নজর এড়ায়নি, তা বলা যায়। এছাড়াও, আসন্ন আইফোনের ইয়ারপিসের উচ্চতা 0.57 মিমি বলে দাবি করা হচ্ছে, যা iPhone 13 Pro Max এর 1.52 মিমি উচ্চতা থেকেও কম।
আরো জানা গিয়েছে, সাইড বোতাম সহ iPhone 14 Pro Max এর দৈর্ঘ্য 78.53 মিমি, যেখানে প্রস্থ এবং গভীরতা যথাক্রমে 160.71 মিমি এবং 12.16 মিমি। ফোনের ভিতর গ্লাসের পিছনে থেকে উপরের দিকে ক্যামেরার বাম্পের উচ্চতা যেখানে 4.18mm, সেখানে জানা যাচ্ছে, ফোনের কাটআউট থেকে স্ক্রিনের উপরের দিকের দূরত্ব হল 2.29mm।
Here are the images of the cad file and full measurements of iPhone 14 Pro Max that I obtained. I will share more details about it in the coming newsletter. 🧵 pic.twitter.com/CTLLVOtgb7
— ShrimpApplePro 🍤 ずっと真夜中でいいのに (@VNchocoTaco) April 4, 2022
ব্যবহারকারীদের মতে, আসন্ন iPhone 14 Pro Max ফোনটির পেছনের ফ্ল্যাশ ব্যাস 6.9mm এবং LiDAR সেন্সর ব্যাস 6.5mm হবে বলে আশা করা হচ্ছে।