নিজস্ব অ্যাপ স্টোর থেকে “টুইটার”-কে মুছে ফেলার হুমকি দিচ্ছে Apple! গুরুতর অভিযোগ ইলন মাস্কের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই মালিকানা পরিবর্তন হয়েছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারের (Twitter)। বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) কিনে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মকে। যদিও, তারপর থেকেই রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টুইটার। শুধু তাই নয়, একের পর এক বিতর্কেও জড়াতে হয়েছে সংশ্লিষ্ট সংস্থাকে। তবে, এবার টুইটারের পরিপ্রেক্ষিতে Apple-এর বিরুদ্ধে নতুন একটি অভিযোগ আনলেন খোদ ইলন মাস্ক।

এমনকি, ইতিমধ্যেই টুইট মারফত সরব হয়েছেন তিনি। জানা গিয়েছে, ইলন মাস্ক অভিযোগ করেছেন যে Apple তার অ্যাপ স্টোর থেকে “টুইটার”-কে মুছে ফেলার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, মাস্ক আরও জানিয়েছেন, Apple টুইটারকে ব্লক করার জন্য সমস্ত দিক থেকে চাপ প্রয়োগ করছে। এমনকি iPhone প্রস্তুতকারী সংস্থা Apple টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন মাস্ক।

কন্টেন্ট মডারেশনের নামে Twitter-কে চাপ দিচ্ছে Apple: ইলন মাস্ক অভিযোগ জানিয়েছেন, Apple কন্টেন্ট মডারেশনের দাবিতে Twitter-কে ক্রমশ চাপ দিচ্ছে। এদিকে, Apple-এর পক্ষ থেকে নেওয়া এহেন পদক্ষেপটি অস্বাভাবিক কিছু নয়। কারণ অন্যান্য সংস্থাগুলির উপরেও একইভাবে নিয়ম চাপানোর চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, এইভাবেই তারা গ্যাব এবং পার্লারের মতো অ্যাপগুলি সরিয়ে দিয়েছে। তবে, পার্লারকে তার কন্টেন্ট মডারেশনের আপডেট করার পরে ২০২১ সালে Apple সেটিকে পুনরায় জায়গা দিয়েছিল।

Apple-এর সিইও টিম কুককে ট্যাগ করে প্রশ্ন করেছেন মাস্ক: এই প্রসঙ্গে মাস্ক টুইট করে জানিয়েছেন যে, “Apple, Twitter-এ বেশিরভাগ বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে। তারা কি আমেরিকায় বাক স্বাধীনতাকে ঘৃণা করে?” পরে অন্য একটি টুইটে তিনি Apple-এর সিইও টিম কুকের টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ করে প্রশ্ন করেন ঠিক কি হচ্ছে? তবে, Apple-এর পক্ষ থেকে এখনও কোনো উত্তর দেওয়া হয়নি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিজ্ঞাপন পরিমাপ সংস্থা Pathmatics অনুযায়ী বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থা Apple গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের জন্য আনুমানিক ১,৩১,৬০০ ডলার খরচ করেছে। এদিকে, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে এই খরচের পরিমান ছিল ২,২০,৮০০ ডলার। অর্থাৎ, এই খরচ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

WhatsApp Image 2022 11 29 at 12.01.23 PM

Apple গোপনে সবকিছুর উপর ৩০ শতাংশ হারে কর আরোপ করে: এদিকে একটি টুইটে, মাস্ক Apple অ্যাপ স্টোর থেকে অন্যান্য অ্যাপ ডাউনলোড করার জন্য নেওয়া চার্জের প্রসঙ্গেও সমালোচনা করেছেন। মাস্ক লিখেছেন, “আপনি কি জানেন যে, Apple তার অ্যাপ স্টোরের মাধ্যমে কেনা সবকিছুর ওপর গোপনে ৩০ শতাংশ কর আরোপ করে?”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর