অবশেষে চিন থেকে পাততারি গোটাচ্ছে Apple, ভারতেই তৈরি হবে অর্ধেক iPhone

বাংলাহান্ট ডেস্ক: ভারতে আইফোনের (Apple iPhone) উৎপাদন বাড়ালেও এখনও চিনের উপর অনেকটাই নির্ভরশীল অ্যাপল। বিশেষত তাদের আইফোন প্রো সিরিজের বেশিরভাগ ফোনই তৈরি হয় শি জিনপিং-এর দেশে। তবে বিগত কয়েক বছরে করোনা নিয়ে চিনের কড়া বিধিনিষেধের জন্য বার বার ব্যাহত হয়েছে উৎপাদন। তাই এ বার চিনের উপর আরও কম নির্ভর হতে চাইছে মার্কিন সংস্থা। জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যে বিশ্বের মোট আইফোনের অর্ধেকই তৈরি হবে ভারতে। 

সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতেই দেখা গিয়েছে এই তথ্য। ২০২২ সালের একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ভারতে এই ফোনের উৎপাদন বাড়বে ২৫ শতাংশ। এ বার জানুয়ারিতে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে হবে ৫০ শতাংশ। বর্তমানে বিশ্বের মোট আইফোনের ৫ শতাংশ উৎপাদন হয় ভারতে।

Apple iPhone

এছাড়াও আইফোন ১৪ সিরিজের উৎপাদন ভারতে শুরু হয়েছে। ২০২২ সালের ফ্ল্যাগশিপ আইফোন উৎপাদনে বড়সড় ধাক্কা আসে চিনের শূন্য কোভিড নীতির কারণে। যার জন্য আইফোন ১৫ উৎপাদনের ক্ষেত্রে চিনের সঙ্গে ভারতকেও বেশ গুরুত্বের সঙ্গে দেখছে অ্যাপল। এই দু’টি দেশেই একসঙ্গে আই ফোন তৈরি শুরু হবে বলে খবর। তবে শুধু আইফোন নয়, কয়েকটি আইপ্যাড উৎপাদনও চিন থেকে ভারতে স্থানান্তরিত করার কথা চিন্তা করছে অ্যাপল।

Apple iPhone

অ্যাপলের এই পদক্ষেপ মেক ইন ইন্ডিয়াকে আরও মজবুত করবে বলে মত কেন্দ্রের। তাই মার্কিন সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। বিগত কয়েক বছর ধরেই একাধিক সাপ্লায়ারের সঙ্গে হাত মিলিয়েছে অ্যাপল। তাই কোনও এক সাপ্লায়ারের সমস্যা হলেও বিশ্বব্যাপী চাহিদা মেটাতে পারবে সংস্থা। 

বিশেষজ্ঞরা যদিও একাধিক সাপ্লায়ার রাখার পন্থার বিরুদ্ধে মত দিয়েছেন। এক বিশ্লেষক জানিয়েছেন, একাধিক সাপ্লায়ার থাকায় প্রোডাক্টের গুণমান রক্ষায় সমস্যায় পড়তে পারে মার্কিন এই সংস্থা। এছাড়াও বিগত বহু বছর ধরে চিনের সঙ্গে কাজ করায় হঠাতই চিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবে না অ্যাপল। 

Subhraroop

সম্পর্কিত খবর