বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতে সম্প্রসারণ কৌশলের অংশ হিসেবে Apple মুম্বাইতে একটি বড় পদক্ষেপ নিয়েছে। কোম্পানিটি বিকেসিতে প্রিমিয়াম মেকার ম্যাক্সিটি কমপ্লেক্সে ৩৭,৫৪৯ বর্গফুটের অফিস স্পেস লিজ নিয়েছে। ৫৫ মাসের এই লিজে বার্ষিক ৪ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়ে উল্লেখ রয়েছে এবং কোম্পানিটি ২২.৭৬ কোটি টাকার সিকিউরিটি ডিপোজিট জমা দিয়েছে বলেও খবর মিলেছে। জানিয়ে রাখি যে, Apple দ্রুত দেশজুড়ে তার রিটেল স্টোর্স, ম্যানুফ্যাকচারিং এবং ব্যাক-এন্ড অপারেশনস সম্প্রসারণ করছে।
বড় পদক্ষেপ Apple-এর:
মাসিক ভাড়া ২.৫৫ কোটি টাকা: এই লিজ মোট ৫৫ মাসের জন্য। লিজ ডকুমেন্টস অনুসারে, Apple India-কে ২০২৬ সালের জুন মাস থেকে বাড়িওয়ালা Agni Commex LLP-কে প্রতি মাসে ভাড়া হিসেবে দিতে হবে ২.৫৫ কোটি টাকা। এর অর্থ হল কোম্পানি প্রতি বর্গফুটে ৬৬০ টাকা দেবে।
ভাড়ার এই হার বিকেসি এলাকার এভারেজ রিটেল রেঞ্জের (প্রতি বর্গফুট ৫০০-৫৫০ টাকা) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। যেটি Apple-এর প্রিমিয়াম পজিশনিংকে প্রতিফলিত করে। এদিকে, বার্ষিক ৪ শতাংশ হারে ভাড়া বৃদ্ধি ঘটবে। এর মানে হল Apple-এর মাসিক ভাড়া ধীরে ধীরে বৃদ্ধি পাবে। যা দীর্ঘমেয়াদে এই চুক্তিটিকে আরও ব্যয়বহুল করে তুলবে। তা সত্ত্বেও, ভারতে সংস্থার সম্প্রসারণ এবং কৌশলগত গুরুত্ব বিবেচনা করে Apple এই উচ্চমানের অফিস স্থানটি সুরক্ষিত করেছে।
আরও পড়ুন: মাত্র ১১ টাকায় ১০ GB হাই-স্পিড ডেটা! ৩৯ টাকায় দৈনিক ৩ GB, গ্রাহকদের জন্য বড় উপহার Reliance Jio-র
টেরেসে নতুন স্পেস: জানিয়ে রাখি যে, Apple India ইতিমধ্যেই মেকার ম্যাক্সিটির পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম তলায় অফিস পরিচালনা করছে। তবে, কোম্পানিটি এখন দশম তলা এবং টেরেসও ভাড়া নিয়েছে। নতুন লিজ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পুরনো ইউনিটগুলির রিনিউইয়েল ২০২৬ সালের জুন থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: হয়ে যান সতর্ক! আধার কার্ড সংক্রান্ত এই নিয়মগুলি না মানলেই পড়বেন বিপদে, হতে পারে জেলও
ভারতে রিটেল এবং ম্যানুফ্যাকচারিংয়ের বিস্তার: উল্লেখ্য যে, গত ২ বছরে, Apple ভারতে তার প্রথম ২ টি কোম্পানি-ওন্ড-স্টোর খুলেছে। সেগুলি হল মুম্বাই এবং দিল্লিতে। সম্প্রতি বেঙ্গালুরুতে তৃতীয় একটি এক্সক্লুসিভ স্টোর চালু করা হয়েছে। এছাড়াও, শীঘ্রই পুণে নয়ডা এবং বোরিভালিতে স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। কোম্পানিটি তার বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার জন্য ভারতে দ্রুত ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপ সম্প্রসারিত করছে।