হিন্দিতে কথা বলবে না! প্রকাশ্য মঞ্চে স্ত্রীকে ধমক, কটাক্ষের মুখে এ আর রহমান

বাংলাহান্ট ডেস্ক  : সংগীতশিল্পী হিসেবে তাঁর খ্যাতি সর্বত্র। গোটা বিশ্বকে তিনি মাতিয়ে রেখেছেন তাঁর মধুর কন্ঠে। অস্কার মঞ্চেও তিনি উজ্জ্বল করেছেন ভারতের নাম। কথা হচ্ছে জনপ্রিয় এ আর রহমানকে (A R Rahman) তিনি। তবে সম্প্রতি নেটদুনিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে তাঁর অন্যরকম এক ভিডিও। যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

কেবলমাত্র তামিল নয়। বলিউড জগতেও রাজত্ব চালিয়েছেন এ আর রহমান। সংগীতশিল্পীর পাশাপাশি তিনি সংগীত পরিচালকও বটেন। বরাবরই তামিল ভাষাকে একটু বেশি প্রাধান্য দেন তিনি। নিজের কাজের জন্যই বরাবর সংবাদ শিরোনামে থাকেন তিনি। তবে এবার বিতর্কের কারণে সংবাদমাধ্যমে উঠে আসলেন তিনি।

   

A R Rahman

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এ আর রহমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সায়রা বানু। পুরস্কার গ্রহণ করার পরেই মাইক হাতে নিয়ে বেশ কিছু কথা বলেন তিনি। বলেন , ‘আমি কখনই আমার নিজের সাক্ষাৎকার দেখতে পছন্দ করি না। তবে আমার স্ত্রী এর নাকি এগুলো খুব পছন্দ। আর সে কারণে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমার সাক্ষাৎকার শোনে সে।  তাঁর কথায় আমার গলার আওয়াজটাই সবচেয়ে বেশি প্রিয় তাঁর ‘।

A R Rahman

এই অবধি সবকিছুই ঠিকঠাক ছিল। এরপরেই ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে মাইক্রোফোন এগিয়ে দেন রহমান। ফিসফিস করে বলেন, ‘হিন্দিতে নয়, তামিল এ কথা বলবে’। স্ত্রীর প্রতি তাঁর এহেন কড়া নির্দেশ মোটেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা।

https://twitter.com/Cat__offi/status/1650902991313010690?t=3JWlS7PRElT3o9sr727zhA&s=19

যদিও মাইক্রোফোন হাতে নিয়ে এই সায়রা বানু বলতে শুরু করেন, ‘তামিলে কথা বলতে আমি খুব একটা বেশি পছন্দ করি না। তাই আগেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি ভীষণ খুশি যে রহমান এই পুরস্কারটা পেয়েছে। ওর কন্ঠের যাদু তেই আমি প্রেমে পড়েছিলাম’। স্বামীর নির্দেশ থাকলেও সমস্ত বক্তব্য ইংরেজি ভাষাতেই রাখেন এ আর রহমান পত্নী।

তামিল ভাষাকে একটু বেশি প্রাধান্য দেন এ আর রহমান। নিজের প্রযোজিত ছবি ‘৯৯ সংস’ এর প্রিমিয়ারে সেই ছবির এক অভিনেতা হিন্দিতে কথা বলার কারণে মঞ্চ ত্যাগ করতে দেখা গেছিল জনপ্রিয় এই সংগীতশিল্পীকে। আর এবার সেই তামিল ভাষাতেই কথা বলার জন্য স্ত্রীকে দিলেন কড়া নির্দেশিকা।

Avatar
additiya

সম্পর্কিত খবর