‘ভাঙড়ের মানুষকে শান্তিতে রাখুন, বিদ্যা দিন, বুদ্ধি দিন’, মা সরস্বতীর কাছে প্রর্থনা আরাবুলের

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূল (TMC) এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) এর মধ্যে তীব্র বিবাদের জেরে উত্তপ্ত গোটা রাজ্য। অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাঙড়েও। এই পরিস্থিতিতে ভাঙড়ে সরস্বতী পুজোর উদ্বোধন করলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। এদিন এলাকাবাসীদের জন্য শান্তি প্রার্থনাও করলেন তিনি। বুধবার ভাঙড়ের কুলবেড়িয়ায় একটি সরস্বতী পুজোর উদ্বোধনে এদিন যোগ দেন তৃণমূল নেতা।

নিউ টাউনের পাশেই কলকাতা লেদার কমপ্লেক্স থানার কুলবেড়িয়া গ্রামে এ বার সরস্বতী পুজোর থিম করা হয়েছে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি। ১৩০ ফুট উঁচু ওই পুজোমণ্ডপের সঙ্গে রয়েছে লেজার রশ্মির সাজসজ্জাও। বুধবার সন্ধ্যায় সেই পুজোরই উদ্বোধন করেন আরাবুল ইসলাম। তার পর ওই তৃণমূল নেতা বলেন, ‘ছাত্রছাত্রীরা শিক্ষা, জ্ঞান, বুদ্ধি লাভ করার জন্য মা সরস্বতীর আরাধনা করে। আজকের দিনটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বড়রাও আজ সরস্বতীর আরাধনা করেন। কারণ, বড়রাও শিখতে চান, জানতে চান, তাঁরাও উপলব্ধি করতে চান।’

arabul 2

এরই সঙ্গে আরাবুল বলেন, ‘মা সরস্বতীর কাছে আমাদের প্রার্থনা, উনি যেন ভাঙড় এলাকার মানুষকে শান্তিতে রাখেন। শিক্ষা দেন। শিশুদের যেন জ্ঞান, বুদ্ধি দেন। মা সরস্বতীর অসীম ক্ষমতা। তাঁর কৃপায় এলাকার শিশুদের জীবন তৈরি হোক।’

বিগত কয়েক দিন ধরেই উত্তপ্ত ভাঙড়। গত শনিবার ভাঙড়ের হাতিশালা এলাকায় তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষের পর কেটে গেছে পাঁচ দিন। এখনও উত্তেজনা রয়েছে এলাকার। এই অবস্থায় সরস্বতী পুজোর উদ্বোধনে উপস্থিত হয়ে এলাকায় মানুষের জন্য শান্তির আহ্বান আরাবুলের।

Sudipto

সম্পর্কিত খবর