‘কেঁদো না, আমি আছি তো’, মাসির কনে বিদায়ের সময় সান্ত্বনা ঐশ্বর্য-কন‍্যা আরাধ‍্যার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আরাধ‍্যা বচ্চন (aradhya bachchan), অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের (aishwarya rai bachchan) একমাত্র মেয়ে, বচ্চন পরিবারের আদরের রাজকন‍্যা। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো খুব একটা পাপারাৎজির ক‍্যামেরার সামনে দেখা যায় না তাঁকে। তবে সম্প্রতি লাইমলাইট কেড়ে নিয়েছেন ঐশ্বর্য অভিষেকের এই ছোট্ট মেয়ে।

চলতি বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঐশ্বর্যর তুতো বোন শ্লোকা শেট্টি। অভিষেক ও আরাধ‍্যাকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু উড়ে যান অভিনেত্রী। সম্প্রতি সেই অনুষ্ঠানের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ‍্যমে, যেখানে কনে বিদায়ের সময় মাসিকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে ছোট্ট আরাধ‍্যাকে।


অনুষ্ঠানের ইভেন্ট ম‍্যানেজমেন্টের দায়িত্বে থাকা সংস্থার তরফে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সেই সব ছবি ও ভিডিও। তার মধ‍্যে একটিতে লেখা হয়েছে, মেয়ের বিয়ের কথা উঠতেই চেতনে বা অবচেতনে বাবা মায়ের মনে এই কথাটা থেকেই যায় যে একদিন তাদের মেয়ে অন‍্য একটি পরিবারে গিয়ে সেখানে নতুন জগৎ গড়ে তুলবে। কিন্তু বিদায়ের সময়েই এই ভাবনাটা বাস্তবে পরিণত হয়। সেই সময়েই আরাধ‍্যা তাঁর মাসি শ্লোকা ও দিদিমা সুলতাকে সান্ত্বনা দিয়ে বলে, ‘কেঁদো না। আমি আছি তো’।


ছোট্ট আরাধ‍্যার এই কথাগুলো মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের। অভিষেক ও ঐশ্বর্য সঠিক ভাবেই মানুষ করছেন মেয়েকে, এমনি মতপ্রকাশ করেছেন নেটনাগরিকরা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য মা বৃন্দা রাইও। অভিনেত্রীর প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের একটি ছবিও লাগানো হয়েছিল অনুষ্ঠানে।

প্রসঙ্গত, শেষবার ঐশ্বর্যকে দেখা গিয়েছিল ফ‍্যানে খান ছবিতে। তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও রাজকুমার রাও। এরপর মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভন’ ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়াও অনুরাগ কাশ‍্যপের গুলাব জামুন ছবিতে অভিষেকের বিপরীতে অভিনয় করবেন ঐশ্বর্য।

সম্পর্কিত খবর

X