‘এমন মুখ্যমন্ত্রী দেখিনি’, KIFF-এর মঞ্চে ‘বঙ্গবিভূষণ’ পেয়ে কী বললেন আরতি মুখোপাধ্যায়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার উদ্বোধন হয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব উপলক্ষে শহরে আসেন বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা ব্যক্তিরা। কয়েকদিন ব্যাপী উৎসবে মাতেন সিনেমা প্রেমীরা। এবছর কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বঙ্গবিভূষণে সম্মানিত করা হয় প্রবীণ সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় (Arati Mukherjee) এবং অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। KIFF এর মঞ্চে এমন সম্মান পেয়ে আপ্লুত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী।

চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্মানিত আরতি মুখোপাধ্যায় (Arati Mukherjee)

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেন গায়িকা আরতি মুখোপাধ্যায়ের (Arati Mukherjee) হাতে। তিনি বলেন, ‘আরতিদি বাংলাকে অনেক কিছু দিয়েছেন। সেই অর্থে আমরা ওঁকে কিছু দিতে পারিনি। আজ এই মঞ্চ থেকে বাংলার মাটির দান তাঁর হাতে তুলে দিতে পেরে আমরা খুব খুশি’।

Arati Mukherjee said this about CM mamata banerjee

কী বললেন সঙ্গীতশিল্পী: পুরস্কার পেয়ে আবেগঘন হয়ে পড়েন প্রবাদপ্রতিম গায়িকা (Arati Mukherjee)। মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘এমন মুখ্যমন্ত্রী আমি দেখিনি। বাংলার সঙ্গীত জগতের জন্য তুমি যা করেছো, সেকথা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। যেভাবে তুমি সকলের পাশে দাঁড়াও তা মনে রাখার মতো। তোমার পদক্ষেপ কুর্নিশযোগ্য। মুখ্যমন্ত্রী বা মহিলা বলে নয়, মানুষ মমতাকে চিরকাল রাখা উচিত।’

আরও পড়ুন : তিন বছর পেরিয়েও TRP টপার, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ‘জগদ্ধাত্রী’ বন্ধ করছে জি বাংলা?

ভারতীয় সঙ্গীতে অবিস্মরণীয় অবদান: সঙ্গীত জগতে আরতি মুখোপাধ্যায়ের (Arati Mukherjee) অবদান অসামান্য। শুধু বাংলার গণ্ডিতেই আটকে থাকেনি তাঁর প্রতিভা। তৎকালীন বম্বে ইন্ডাস্ট্রিতে নিজের প্রতিভার সাক্ষর রেখেছিলেন তিনি। কণ্ঠ দিয়েছেন বহু খ্যাতনামা নায়িকাদের জন্য। হিন্দি ইন্ডাস্ট্রিতে খ্যাতি পাওয়া সত্ত্বেও আবারও তিনি ফিরে এসেছেন বাংলার টানে।

আরও পড়ুন : আরতি-শত্রুঘ্নকে বঙ্গবিভূষণ, কী কী চমক থাকছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে?

প্রসঙ্গত, বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয় শত্রুঘ্ন সিনহার হাত ধরে। প্রদীপ প্রজ্জ্বলন করেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোলে খ্যাত পরিচালক রমেশ সিপ্পি, আদুর গোপালকৃষ্ণন, সুজয় ঘোষ প্রমুখেরা।