বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় খুব কম সময়েই নিজের জায়গা পাকা করে নিয়েছেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। জি বাংলার ‘উজি’ এখন দর্শকদের অন্যতম প্রিয় নায়িকা। সদ্য নিজের জন্মদিনও পালন করেছেন আরাত্রিকা। কিন্তু উদযাপনের আনন্দকে ছাপিয়ে অভিনেত্রীর চর্চিত অতীত সম্পর্ক নিয়ে কানাঘুষো সোশ্যাল মিডিয়ায়।
আরাত্রিকার (Aratrika Maity) অতীত সম্পর্ক চর্চায়
শোনা যায়, অভিনেতা আর্য দাশগুপ্তের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আরাত্রিকা। দুজনের যুগল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছিল। যদিও সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি তাঁরা। কিন্তু শোনা যাচ্ছে, সেই প্রেম নাকি ভেঙে গিয়েছে তাঁদের। আর সেই কারণেই নাকি সোশ্যাল মিডিয়ায় না আরাত্রিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আর্য, আর না দুজনের ছবি রয়েছে একসঙ্গে।

কী বললেন অভিনেত্রী: যদিও সম্পর্কের মতোই বিচ্ছেদের কথাও স্বীকার করেননি আরাত্রিকা (Aratrika Maity)। তাঁর কথায়, কারোর সঙ্গেই কোনোদিন কিছু ছিল না। অভিনয়, কেরিয়ারের বাইরে আর কিছুই তিনি ভাবছেন না। পায়ের নীচের মাটি শক্ত করাটাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। প্রেম, বিচ্ছেদ নিয়ে সময় নষ্ট করার উপায় নেই তাঁর কাছে।
আরও পড়ুন : ডিসেম্বরে বিয়ের সানাই, জীবনের নতুন ইনিংস শুরু করলেন জলসার নায়িকা
মুখ খুললেন আর্য: অন্যদিকে ‘ঈশান’ আর্যর কথায়, আরাত্রিকা এবং তিনি ভালো বন্ধু ছিলেন। এখন আর কাজের চাপে কথা হয় না তাঁদের। পেশাজীবনকে এগিয়ে নিয়ে যাওয়াই যেকোনো অভিনেতার লক্ষ হওয়া উচিত, এটা তিনিও বুঝতে পেরেছেন।
আরও পড়ুন : খসড়া তালিকা শুধুই ‘ট্রেলার’, শুনানির প্রস্তুতি শুরু, কী হতে চলেছে এবার?
প্রসঙ্গত, আগামীতে বড়পর্দায় পা রাখতে চলেছেন আরাত্রিকা। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দার সফর শুরু হতে চলেছে তাঁর। ছবিতে লক্ষ্মীপ্রিয়া চরিত্রে দেখা যাবে আরাত্রিকাকে।












