বাংলাহান্ট ডেস্ক : আরাত্রিকা মাইতি (Aratrika Maity), বর্তমানে ছোটপর্দার অতি জনপ্রিয় মুখ। পরপর ধারাবাহিকে অভিনয়ের পর খুব শীঘ্রই বড়পর্দায় পা রাখতে চলেছেন তিনি। সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘লক্ষ্মীপ্রিয়া’র চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু কেরিয়ারের পাশাপাশি তাঁর প্রেম জীবন নিয়েও মানুষের আগ্রহ কম নেই। বাস্তবে ঠিক কী চলছে আরাত্রিকার জীবনে?
সম্পর্কের গুঞ্জন নিয়ে অকপট আরাত্রিকা (Aratrika Maity)
একাধিক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে আরাত্রিকার। কখনও আর্য দাশগুপ্ত, কখনও অভিষেক বীর শর্মা, আবার কখনও দিব্যজ্যোতি দত্তের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। প্রতিবারই সম্পর্কের কথা অস্বীকার করেছেন আরাত্রিকা। তবে গুঞ্জনও বন্ধ হওয়ার নয়। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। করলেন বিষ্ফোরক স্বীকারোক্তি।

পেশার ক্ষেত্রে সমর্থন নেই পরিবারের: আফসোস করে আরাত্রিকা (Aratrika Maity) বলেন, সকলে তাঁর প্রেম জীবন সম্পর্কে জানতেই আগ্রহী। অথচ কেউ জানেন না যে, মা বাবা ছাড়া নিজের পেশার ক্ষেত্রে পরিবারের আর কারোর সমর্থন পাননি তিনি। নিজের এলাকা ঝাড়গ্রামের বাসিন্দাদের থেকেও উৎসাহ পাননি তিনি। অথচ সেখানকার অন্যান্য অভিনেত্রীরা যথেষ্ট উৎসাহ পায়।
আরও পড়ুন : ফুটে উঠবে মা ছেলের সম্পর্কের রসায়ন, শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী মোদীর বায়োপিকের শুটিং
কী জানালেন অভিনেত্রী: আক্ষেপ করে আরাত্রিকা বলেন, তিনি যৌথ পরিবারের মেয়ে। তাঁর অভিনয়ের কথা শুনে বাকিরা বলেছিলেন, ‘খুব নোংরা জায়গায় কাজ করতে যাচ্ছিস’। এখন যখন তাঁর ছবি মুক্তি পাচ্ছে, এখনও পাশে বাবা মা ছাড়া কেউ নেই বলে জানান আরাত্রিকা।
আরও পড়ুন : ৩০ লক্ষ নয়, ৫০ কোটি ক্ষতিপূরণ দাবি ৩ সন্তানের মায়ের বিরুদ্ধে! ফের বিষ্ফোরক শানুর প্রাক্তন স্ত্রী
পর্দার ‘উজি’ আরও বলেন, যথেষ্ট ঝুঁকির সঙ্গে কাজ করতে হয় তাঁদের। এমতাবস্থায় পরিবারের সমর্থন পেলে উৎসাহ পান তাঁরা। কিন্তু শুধুমাত্র বাবা মা ছাড়া আর কারোরই এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই বলে মন্তব্য করেন আরাত্রিকা।












