বাংলা হান্ট ডেস্ক: নয়াদিল্লিতে কংগ্রেস (Congress) অফিসের বাইরে মহিলা নেত্রী অর্চনা গৌতমের (Archana Gautam) উপর হামলা। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়েছে। অর্চনা ‘বিগ বস-১৬’-এর (Bigg Boss) প্রতিযোগী ছিলেন। কংগ্রেসের যোগ দিয়ে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। যদিও মিরাটের হস্তিনাপুর কেন্দ্র থেকে পরাজিত হন অর্চনা।
টেলিভিশনে পরিচিত মুখ হলেও রাজনৈতিক কর্মী হিসেবে তিনি যে জায়গা করে নিয়েছেন তা খোয়াতে চান না অর্চনা। সেই ভাবনা থেকে সম্প্রতি রাজধানী দিল্লিতে কংগ্রেসের দপ্তরে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বৃদ্ধ বাবাও। কিন্তু সেই কংগ্রেস দপ্তরের বাইরেই দলীয় কর্মীদের তীব্র হেনস্তার শিকার হলেন অর্চনা এবং তাঁর বাবা। সমাজমাধ্যমে (Social Media) ইতিমধ্যেই সেই ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, দলীয় কর্মীরা সবাই মিলে রীতিমতো মারধর করছেন অর্চনা এবং তাঁর বাবাকে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।
Bigg Boss 16 fame Archana Gautam and her father were allegedly beaten by the karyakartas of the Congress party.
They were stopped from entering the party office and were beaten at the gate itself.
Archana, who is a big supporter of the Congress party, was trying to enter the… pic.twitter.com/GeYV6YHfnl
— #BiggBoss_Tak👁 (@BiggBoss_Tak) September 29, 2023
সমাজমাধ্যমে ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দিল্লিতে কংগ্রেসের একটি দপ্তরে বাবার সঙ্গে ঢুকছিলেন অর্চনা। কিন্তু পার্টি অফিসে ঢোকার মুখেই তাঁদের বাধা দেওয়া হয়। আচমকাই আক্রমণ করা হয় দু’জনের উপর। এমনকী, ইট তুলেও তাঁকে মারতে যান কেউ কেউ। অর্চনার বাবা রাস্তায় পড়েও যান। যার জন্য চিৎকার করে জলও চাইতে দেখা যায় তাঁকে।
জানা গিয়েছে, মহিলা সংরক্ষণ বিল (Women Reservation Bill) পাশে সাফল্যের জন্য কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) শুভেচ্ছা জানাতে এসেছিলেন অর্চনা এবং তাঁর বাবা। আর সেই সময়েই এই ঘটনা ঘটে।
এই নিয়ে বিজেপির (BJP) মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা জানান, কংগ্রেস কর্মীরা অফিসের বাইরে অর্চনা গৌতম এবং তাঁর বাবাকে যেভাবে মারধর করেছে তা নিন্দনীয়। এটি কেবল বিক্ষিপ্ত ঘটনা নয়। কংগ্রেস শাসিত রাজস্থানেও মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র অস্বস্তিতে কংগ্রেস। তবে কেন এই ধরনের ঘটনা ঘটল, তা জানা যায়নি।