বড় খবর, দীর্ঘ ৮ বছর পর ফের একবার একসাথে ‘ইষ্টি কুটুম’ জুটি! এই সিরিয়ালে ফিরছেন ঋষি-অঙ্কিতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনের (Television) ইতিহাসে যে কয়টি সিরিয়াল (Bengali Serial) ব্যাপক সাড়া ফেলেছিল তারমধ্যে একটি হল ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum)। এই সিরিয়ালের তিন চরিত্র অর্চি, বাহা আর মুনের রসায়ন মন কেড়েছিল সকলের। সিরিয়ালটির জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, এই মেগার রিমেক অবধি বানানো হয়। ৮ বছর হয়ে গেল এই সিরিয়াল শেষ হয়েছে, তবে ভক্তদের কাছে এই সিরিয়াল চির নতুন।

এই মেগার পর অর্চি এবং মুনের জুটিকে আর একসাথে দেখা যায়নি। এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। ‘ইষ্টি কুটুম’র পর তাদের একসাথে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল অনেকেই। আর এবার নাকি সেই ইচ্ছা পূরণের পালা। খবর শোনা মাত্রই নস্টালজিক হয়ে পড়েছে অর্চি-মুনের (Archi Moon) ভক্তরা।

ভক্তরা এখন কেবল এটা জানার অপেক্ষায় বসে আছে যে, ঠিক কবে থেকে এবং কোন চ্যানেলে দেখা যাবে তাদের! একটু খোঁজ নিতেই জানা গেল, ‘ইষ্টি কুটুম’ শেষ হওয়ার পর প্রায় ৮ বছর পর ফের লীনা গাঙ্গুলী তাদের এক ফ্রেমে নিয়ে আসছেন। তবে তাদের এই সিরিয়াল কিন্তু কোনও বাংলা চ্যানেলে আসছেনা। বরং এটি দেখা যাবে স্টার প্লাসের পর্দায়। নয়া সিরিয়ালের নাম ‘ঝনক’ (Jhanak)।

আরও পড়ুন : দীপাবলির উপহার, নির্বাচনের আগে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবে সরকার! প্রকাশ্যে বড় খবর

ishti kutum

ভক্তরা তো জানেনই যে, ইতিমধ্যেই স্টার প্লাস এনেছে ‘ঝনক’র প্রোমো। লীনা গাঙ্গুলী তার এই মেগায় হিন্দি বলয়ের তারকাদের পাশাপাশি বাংলা থেকে বহু তারকাকে কাস্ট করেছেন। একদিকে নায়কের ভূমিকায় থাকবেন ক্রুশল আহুজা এবং খলনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষি কৌশিককে। নায়িকা চরিত্রে অভিনয় করবেন হিবা নবাব। এই সিরিয়ালেই বিশেষ ভাবে সক্ষম একটি চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। যদিও তারা একসাথে জুটি বাঁধবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X