বাংলা হান্ট নিউজ ডেস্ক: অবশেষে এসে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ ১ মাসের লড়াই শেষে এবার কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি বিশ্বকাপের দুই সেরা দল, ফ্রান্স এবং আর্জেন্টিনা। ভারতীয় সময় রাত ৮.৩০ নাগাদ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে দুই পক্ষ।
গত ৮ বছরে দুই দলই একবার করে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রাশিয়ায় ২০১৮ সালে আয়োজিত বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিল ফ্রান্স। আর ২০১৪ সালে মারাকানা স্টেডিয়ামে লড়াই করেও জার্মানির কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল আর্জেন্টিনার।
দুই দলই চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছে। কিন্তু দুটি দলই কাতার বিশ্বকাপে একটি করে ম্যাচে হারের মুখ দেখেছে। দুটি দলের খেলাতেই কিছু খামতি রয়ে গিয়েছি। ফ্রান্সের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং আর্জেন্টিনার ক্ষেত্রে লড়াকু মানসিকতা দিয়ে দোষ-ত্রুটি গুলো ঢেকে গিয়েছে। ফাইনালে ওই নির্দিষ্ট ৯০ মিনিট যারা ভালো খেলবে, তারাই এই বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। শেষ দুই দশকে বিশ্বকাপের ম্যাচে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। ২০১৮ বিশ্বকাপে কাজান এরিনায় সেই ম্যাচে এমবাপ্পের জোড়া গোলে মেসির আর্জেন্টিনাকে ৪-৩ ফলে হারিয়েছিল ফ্রান্স।
এরপর অবশ্য অনেক কিছু পরিবর্তন ঘটে গিয়েছে। মেসি এবং এমবাপ্পে এখন পিএসজিতে একে অপরের সতীর্থ। মেসির গোলের ঠিকানা লেখা বল থেকে এমবাপ্পের গোলরক্ষকদের পরাস্ত করাটা ফুটবলভক্তদের কাছে পরিচিত দৃশ্য হয়ে গিয়েছে। কিন্তু এখন তারা প্রস্তুত হচ্ছেন ফের একবার একে অপরের মুখোমুখি হওয়ার জন্য।
দুজনেই এইমুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ মিলিয়ে মোট ৫৭০ মিনিট মাঠে ছিলেন মেসি। বিশ্বকাপে তিনি মোট ৫ টি গোল করে ফেলেছেন। সতীর্থদের দিয়ে ৩ টি গোল করিয়েওছেন। অপরদিকে এমবাপ্পে ৬ টি ম্যাচ মিলিয়ে মোট ৪৭৭ মিনিট মাঠে কাটিয়েছেন। গোল করেছেন ৫ টি এবং করিয়েছেন ২ টি। কাল দেশকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের জন্যও লড়াই করবেন তারা।