বাংলা হান্ট ডেস্কঃ আজ ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল। ফাইনালে 1-0 গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা। 28 বছরের অপেক্ষার অবসান ঘটলো আর্জেন্টিনা ভক্তদের।
MISIÓN CUMPLIDA ✅#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/w0wNQXdTPh
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম কুড়ি মিনিটে কোন দলই গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের 22 মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে আর কোন দলই গোলের মুখ খুলতে পারেনি।
¡A los pies de la copa! Enorme festejo del plantel argentino con su gente 🇦🇷
🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/Sgr48GOBkR
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
MISIÓN CUMPLIDA ✅#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/w0wNQXdTPh
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 11, 2021
দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই জিততে মরিয়া ব্রাজিল আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। একের পর এক আক্রমণে বিপক্ষের রক্ষণ তছনছ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ গোল না খাওয়ার পণ নিয়েছিল। ব্রাজিলের আক্রমণ বারবার ব্যর্থ করে দেয় আর্জেন্টিনার রক্ষণভাগ। 52 মিনিট নাগাদ গোল পেয়ে যায় ব্রাজিল কিন্তু দুর্ভোগবশত অফসাইডের এর জন্য সেই গোল বাতিল করে দেয় রেফারি। ম্যাচ যত শেষের দিকে যায় গোল করতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি ব্রাজিল। 1-0 গোলে ম্যাচ জিতে কোপা আমেরিকা জিতে নিল আর্জেন্টিনা। সেই সঙ্গে দেশের জার্সিতে প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতল লিও মেসি।