হিন্দুদের গণহত্যার ঘোষণা রাজস্থানের মৌলবীর! ভাইরাল ভিডিও ঘিরে ভারতজুড়ে বিতর্ক

বাংলা হান্ট ডেস্ক: ইজরায়েল-প্যালেস্তাইন (Israel vs Palestine) যুদ্ধ নিয়ে তোলপাড় বিশ্ব। বিভিন্ন মুসলিম (Muslim) দেশ প্যালেস্তাইনকে সমর্থন জানিয়েছে। বিভিন্ন দেশের মুসলিমরা নির্মমভাবে নিহত ইজরায়েলিদের মৃত্যু উদযাপন করছে‌। এই পরিস্থিতিতে ভারতীয় মৌলবাদীরাও পিছিয়ে নেই।

রাজস্থানের আরিফ নাশারিয়াতের (Arif Nashriyaat) একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। ওই ভিডিওতে তিনি বলেন, ‘যারা ইকবাল, নাসির, জুনায়েদ, ওয়ারিস ও তাবরিজকে হত্যা করেছে এবং বাস, বাজার, মসজিদ, বন ও জেলে মুসলমানদের হত্যা করেছে, আমি তাদের দোষারোপ করতে চাই।’

   

 

উল্লেখ্য, আরিফের নাম গরুপাচার-সহ বিভিন্ন ক্ষেত্রে এসেছে। যদিও মুসলমান‌ সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তিকে মারধরের ঘটনায় কোনও তথ্য প্রমাণ দিতে পারেননি এই মৌলবী। কিন্তু সেই কারণে হিন্দুদের হত্যা করতে মুসলমানদের প্ররোচনা দিচ্ছেন তিনি। কার্যত হিন্দুদের গণহত্যার পরিকল্পনায় আহ্বান জানাচ্ছেন এই আরিফ নাশারিয়াত।

আরিফের ইনস্টাগ্রামে প্রায় ৯২ হাজার ফলোয়ার্স (Followers) এবং ইউটিউবে প্রায় ৩৫ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। সেই ভিডিওতে হিন্দুদের গণহত্যার দাবি জানিয়েছেন তিনি। ইসরাইলে নিরীহ নারী নাগরিকদের মৃত্যুর ঘটনায় রাজস্থানী এই মৌলবী দাবি করেছেন, আরএসএস ভয় পেয়েছে। ইজরায়েলে যা ঘটেছে তা থেকে তারা ভীতসন্ত্রস্ত।

মজার বিষয় হল, ইসলামিক স্টেট অফ সিরিয়া এবং ইরাক সহ বিশ্বের অনেক মৌলবাদীরা ধর্মান্তরিত করতে প্ররোচনা দান করেন। আরিফ নাশারিয়াত ও তাদের মধ্যে একজন। এদিকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের ঘটনায় প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে আরিফ বলেছেন, ‘আমার আল্লা আমাদের মুসলমানদের হৃদয়ে মহা শান্তি দিয়েছে। প্যালেস্তাইনের মুসলমানদের সাফল্য দান করুন। ভারতে বসবাসকারী অত্যাচারীদেরও শীঘ্রই শেষ করুন।’

Avatar
Monojit

সম্পর্কিত খবর