তারকাখচিত বলিউডি পার্টি নয়, জন্মস্থান জিয়াগঞ্জে রঙের উৎসবে মাতেন মাটির মানুষ অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক : রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে টলি (Tollywood) বলি (Bollywood) তারকা সকলেই মেতেছেন এই বিশেষ উৎসবে। সেই তালিকায় রয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। কিন্তু বলিউড(Bollywood) জগতের পার্টি একেবারেই পছন্দ নয় তাঁর। তিনি বরাবরই থাকতে ভালোবাসেন সাদামাটা। তাই প্রতি বছরের মতো নিজের জন্মস্থান জিয়াগঞ্জে পরিবারের সঙ্গে কাটান এই বিশেষ দিনটি।

বসন্ত উৎসব উপলক্ষে সাদা পাঞ্জাবি পড়ে সেজে উঠেছিলেন অরিজিৎ। কখনও তাঁকে দেখা গেল প্রভাতফেরিতে অংশগ্রহণ করতে। কখনও আবার পরিবারের সঙ্গে মেতে উঠলেন রং খেলায়। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এই বিশেষ দিনটি।

Arijit Singh

এই ভিডিওতে গিটার হাতে নিয়ে গান করতেও দেখা যায় জনপ্রিয় এই সংগীতশিল্পীকে। তাঁর কন্ঠে শোনা গেল, ‘মেরা দিল আব উড়গায়া, ইয়াদো মে খো গায়া’ গানটি। নিজের লেখা এই গানেই ভক্তদের হোলির শুভেচ্ছা জানান অরিজিৎ।

গত বছর মুক্তি পেয়েছে অরিজিৎ সিং এর ‘ইয়েদি ওয়েদি’ অ্যালবাম। এই গানের সঙ্গে জড়িয়ে রয়েছে অরিজিৎ – এর বহু স্মৃতি। জানা যাচ্ছে এই মিউজিক ভিডিওর প্রোডাকশন ডিজাইন থেকে শুরু করে কাস্টিং আর ডিজাইন সমস্ত কিছুই করেছেন অরিজিৎ পত্নী কোয়েল সিং।

Arijit Singh

মুম্বাইয়ে বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে সংগীত শিল্পীর। কিন্তু তাঁর মন পরে থাকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানেই জন্ম তাঁর। সেখানেই বেড়ে ওঠা। তাই মাতৃভূমিকে কিছুতেই ভুলতে পারেন না এই সংগীতশিল্পী। তবে এত কিছুর পরও সাদামাটা জীবন যাপন করেন তিনি। সাজ পোশাক হোক অথবা জীবন যাপন, কোন কিছুতেই তেমনভাবে আড়ম্বর দেখা যায় না এই সংগীত শিল্পীর। আর সেকারণেই হয়ত তাঁকে বেশি পছন্দ করেন তাঁর ভক্তরা।

additiya

সম্পর্কিত খবর