এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে সৌজন্যতার পাঠ পড়ালেন অরিজিৎ সিং! তাজ্জব গোটা দুনিয়া

বাংলা হান্ট ডেস্ক : এত বড় মাপের একজন গায়ক হয় হয়েও অরিজিৎ সিং (Arijit Singh) বরাবরই আর পাঁচজনের থেকে একেবারে আলাদা। ইতিপূর্বে এই কথা প্রমাণিত হয়েছে বহুবার। অসাধারণ হয়েও সাধারণের মত তার ব্যবহার বারবার মন জিতেছে ভক্তদের। তাই গায়ক অরিজিতের (Arijit Singh) পাশাপাশি মানুষ হিসাবেও অরিজিৎ সিং (Arijit Singh) -এর জগৎ জোড়া ফ্যান ফলোয়িং রয়েছে।

বিদেশের মাটিতে দাঁড়িয়ে সহবত শেখালেন অরিজিৎ সিং (Arijit Singh)

এই মুহূর্তে গায়ক রয়েছেন বিদেশে। প্রায় গোটা সেপ্টেম্বর মাস জুড়ে চলবে তাঁর কনসার্ট। আগস্ট মাসেই বিদেশে কনসার্ট করার কথা ছিল তাঁর। কিন্তু আচমকাই অসুস্থতার কারণে মনে একরাশ দুঃখ নিয়েই শো পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন গায়ক। এই মুহূর্তে ব্রিটেনে একের পর এক গানের কনসার্ট করছেন অরিজিৎ।

   

১৫ সেপ্টেম্বর তাঁর প্রথম শো ছিল লন্ডনে। পরবর্তী অনুষ্ঠান রয়েছে বার্মিংহাম, ম্যানচেস্টার-সহ বেশ কয়েকটি জায়গায়। জানা যাচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন জায়গায় চলবে তাঁর অনুষ্ঠান। ইতিমধ্যেই গায়কের অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে কখনও দেখা গিয়েছে ব্রিটিশ পপ তারকা এড শিরানের সঙ্গে যুগলবন্দিতে গান গাইছেন অরিজিৎ। 

আবার একটি ভিডিওতে দেখা গিয়েছে মঞ্চের পাশে একজন তরুণী অরিজিতের গান শুনেই হাউ হাউ করে কাঁদছেন। আর তাঁকে থামাতে অরিজিৎ বলছেন, ‘ক্ষমা করো আর এগিয়ে যাও।’ আর এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে অরিজিৎ যা করলেন তা দেখে আরও একবার সকলেই ফ্যান হয়ে গিয়েছেন এই গায়কের। 

আরও পড়ুন : প্রশংসায় পেট ভরে না! ‘স্ত্রী ২’-এর সাফল্যের পরেও আফসোসের সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এবার লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে সেখানকার দর্শকদের ‘সহবত’ শব্দের অর্থ বোঝালেন বাংলার এই ভূমিপুত্র। সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে অরিজিৎ তখন গাইছেন ‘অ্যায় দিল হে মুশকিল।’ এমন সময় মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা কোনো একজন দর্শক তাঁর আধ খাওয়া খাবারের প্যাকেট আর পানীয় রেখে দেন মঞ্চের ওপরেই।

যা দেখে বেশ বিরক্ত হন অরিজিৎ। কিন্তু বিরক্তি চেপেই  হাসিমুখে এদিন সেই এঁটো  খাবারের প্যাকেট গায়ক নিজেই হাতে করে নিয়ে তুলে দেন মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীর হাতে। আর সেইসাথে হাতজোড় করে ক্ষমা চেয়ে গানের মাঝেই  অরিজিৎ বলে ওঠেন, ‘ ক্ষমা করবেন, এই মঞ্চ আমার কাছে মন্দির। এখানে কেউ  খাবার রাখবেন না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর