বাংলাহান্ট ডেস্ক: সঙ্গীত মেলায় শিল্পীদের। সুরের হাতছানিতে মিটে যায় সব দূরত্ব। শ্রোতারা সাক্ষী থাকেন শিল্পীদের মিলনের, তৈরি হয় ‘ম্যাজিকাল’ মুহূর্ত। এমনি এক মুহূর্তের সাক্ষী থাকল শহর কলকাতা। ১৮ তারিখ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্টে শোনা গেল ফসিলসের গান। গলা মেলালেন খোদ রূপম ইসলাম (Rupam Islam) এবং অরিজিৎ। ভক্তরা আনন্দে আত্মহারা।
বাংলা রক গান রূপম ইসলামকে ছাড়া অসম্পূর্ণ। তাঁর ভক্ত সংখ্যা অগুনতি। অন্যদিকে অরিজিৎ সুর দিয়ে ছুঁয়ে যান সমস্ত অনুভূতিকে। দুই সুরের জাদুকর যদি মুখোমুখি হন তাহলে যে দারুণ কিছু একটা ঘটবে তা বলাই বাহুল্য। ১৮ ফেব্রুয়ারি ঘটল তেমনটাই। এদিন অ্যাকোয়াটিকায় অরিজিতের শোতে দর্শকাসনে উপস্থিত ছিলেন রূপম। এসেছিলেন দর্শক হয়ে গান উপভোগ করতে। কিন্তু শেষমেষ তিনিও মাতিয়ে দিলেন শো।
হাজারো বিতর্কের পর এদিন শহরে গান গাইতে এসেছিলেন ঘরের ছেলে অরিজিৎ। কানায় কানায় ভর্তি ছিল অ্যাকোয়াটিকা। একেবারে সামনের সারিতেই বসেছিলেন রূপম। হঠাৎ মঞ্চে অরিজিৎ ‘আরো একবার চলো ফিরে যাই’ গানটি ধরতেই হাসিমুখে উঠে দাঁড়ান তিনি। মাইক ছাড়াই গলা মেলান গানের সঙ্গে। ততক্ষণে ক্যামেরা ঘুরতে শুরু করেছে একবার অরিজিতের দিকে আর একবার রূপমের দিকে।
একের পর এক এক ফসিলসের গান গেয়ে চললেন অরিজিৎ। ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি ধরতেই রূপম এগিয়ে চললেন মঞ্চের দিকে। অরিজিৎও তাঁকে দেখেই গিটার নিয়ে নেমে এলেন নীচে। তারপর মাইক নিয়ে নিজেই গলা মেলালেন রূপম। মুখোমুখি দুই শিল্পী, তাঁদের ঘিরে দেহরক্ষী, ক্যামেরা এবং অগুন্তি শ্রোতা-ভক্ত।
গানের শেষে অরিজিৎকে বুকে জড়িয়ে ধরলেন রূপম। বলে উঠলেন, ‘উই লাভ ইউ। তুমি আমাদের গর্ব’। হাসিমুখে সিনিয়র শিল্পীর সামনে মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালেন অরিজিৎ। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিও শেয়ার করেছেন রূপম নিজেও। লিখেছেন, ‘অনেক ধন্যবাদ অরিজিৎ, অনেক ভালবাসা। এই প্রথম তোমার সঙ্গে দেখা হল, তাও আবার গানে গানে। এর চেয়ে ভাল আর কী হত! সম্পূর্ণ অনুষ্ঠান দারুণ আনন্দ করেছি। বিশেষ করে তোমার গলায় ‘ভূত আর তিলোত্তমা’- শেষ পাতে ছিল উপরি পাওনা। আবার হবে’।