Ekchokho.com 🇮🇳

মুকুটে জুড়ল নতুন পালক, আন্তর্জাতিক তারকাদের টপকে বড় সাফল্য অরিজিতের!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিং (Arijit Singh) মানেই কোনো না কোনো চমক। এই মুহূর্তে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক তিনি। তবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। জনপ্রিয়তায় তাবড় আন্তর্জাতিক তারকাকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। আর এবার আরও এক খুশির খবর এল অরিজিৎ (Arijit Singh) ভক্তদের জন্য।

আন্তর্জাতিক ক্ষেত্রে বড় সাফল্য পেলেন অরিজিৎ (Arijit Singh)

স্পটিফাই অ্যাপে এবার সমস্ত আন্তর্জাতিক তারকাকে পেছনে ফেলে দিলেন অরিজিৎ (Arijit Singh)। এই মিউজিক অ্যাপে তাঁর অনুরাগীর সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫১ মিলিয়নে। তারপরেই ১৩৯.৬ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে রয়েছেন টেলর সুইফট এবং তৃতীয় স্থানে ১২১ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে রয়েছেন এড শিরান।

Arijit singh made a new achievement

কাজ করছেন আন্তর্জাতিক তারকাদের সঙ্গে: বহির্বিশ্বে শুধুই জনপ্রিয়তা বাড়াচ্ছেন না অরিজিৎ (Arijit Singh), আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ‘কোল্যাব’ করতেও দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি এড শিরানের নতুন মিউজিক ভিডিও ‘স্যাফায়ার’এ দেখা মিলেছে অরিজিতের (Arijit Singh)। ভারতে শুট করা মিউজিক ভিডিওটির জন্য কণ্ঠও দিয়েছেন তিনি। গায়ককে স্কুটিতে চাপিয়ে ঘুরে বেরিয়েছেন জিয়াগঞ্জে।

আরো পড়ুন : মালদায় পুলিশের সামনেই হিন্দুদের বাড়ি-দোকান ভাঙচুর! মহরমে “জেহাদিদের অত্যাচার” তুলে ধরলেন শুভেন্দু

বেড়েই চলেছে জনপ্রিয়তা: স্পটিফাই ‘ব়্যাপড ২০২৪’ রিপোর্টেও দেখা গিয়েছিল, সমস্ত ভারতীয় এবং আন্তর্জাতিক শিল্পীদের টপকে অরিজিৎ সিং (Arijit Singh) ছিলেন তালিকার শীর্ষে। এই নিয়ে চতুর্থ বছর ধরে ভারতের ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট’ এর তকমা ছিনিয়ে নিলেন তিনি।

আরো পড়ুন : দুটি ছবিতেই মালামাল, পর্দায় ‘রাম’ হয়ে উঠতে কত পারিশ্রমিক হাঁকালেন রণবীর?

বর্তমানে বলিউডের সবথেকে জনপ্রিয় গায়কদের মধ্যে প্রথম দিকেই নাম থাকবে অরিজিৎ সিং (Arijit Singh) এর। জিয়াগঞ্জের ছেলে নিজের যোগ্যতায় আজ ভারতের মুখ উজ্জ্বল করছেন বিশ্ব সঙ্গীত মঞ্চে। দিনদিন জনপ্রিয়তা, অনুরাগী সংখ্যা বেড়েই চলেছে তাঁর।