‘সোনু নিগমের গান গাওয়ার অওকাত নেই’, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীত জগৎ বরাবরই খ্যাতনামা প্রতিভা উপহার দিয়েছে বিশ্বকে। অতীতের কিংবদন্তিদের গৌরবময় সফর এগিয়ে নিয়ে চলেছেন তরুণ প্রজন্মের অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর সুরেলা কণ্ঠের জাদুতে আচ্ছন্ন হয়ে রয়েছে সমগ্র বিশ্ব। সেই সঙ্গে নিজের ভদ্র, নম্র স্বভাব দিয়েও সক্কলের মন জয় করে নেন মাটির মানুষ অরিজিৎ।

দেশে বিদেশে নানান জায়গায় ঘুরে ফিরে গানের অনুষ্ঠান করে থাকেন অরিজিৎ। নিজের কেরিয়ারের জনপ্রিয়তম গানগুলি তো তিনি গানই। সেই সঙ্গে নিজের সিনিয়র সতীর্থদের গানও উঠে আসে অরিজিতের কণ্ঠে। সম্প্রতি একটি কনসার্টে সোনু নিগমের গান গাইতে শোনা যায় তাঁকে।

Sonu Nigam Instagram Image

কিন্তু গান শুরু করার আগেই দর্শকদের উদ্দেশে এক বার্তা দেন অরিজিৎ। তিনি বলেন, ‘সোনু নিগমের গান, আমাকে ক্ষমা করবেন। আমার অওকাত নেই’। সোনুর গাওয়া ‘সাথিয়া’ গানটি শোনান অরিজিৎ। এই ভিডিওটি পৌঁছে গিয়েছে খোদ সোনুর কাছেও। তিনি উত্তরে লিখেছেন, ‘এটাই অরিজিতের নম্রতা। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। অরিজিৎকে আমি খুব ভালবাসি’।

নব্বইয়ের দশকের জনপ্রিয়তম গায়ক সোনু নিগম। ভারতীয় সঙ্গীত জগৎকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি। অরিজিতের রাজত্বেও সোনুর গানের ভক্ত অগুনতি মানুষ। গায়ক নিজেও বহুবার জানিয়েছেন তিনি সোনু নিগমের ভক্ত। তাঁকে দেখেই প্লেব্যাক জগতে আসার স্বপ্ন দেখতে শুরু করেন অরিজিৎ।

arijitsingh002

প্রসঙ্গত, এই মুহূর্তে সবথেকে প্রভাবশালী তারকাদের মধ্যে একজন হলেও অরিজিৎ কিন্তু আকাশে ভাসেন না। বরং থাকেন মাটির কাছাকাছি। মাস কয়েক আগেই কলকাতায় এসে অনুষ্ঠান করে গিয়েছেন অরিজিৎ। উপচে পড়া ভিড় হয়েছিল অ্যাকোয়াটিকায়। তারপর শিলিগুড়িতেও কনসার্ট করেছেন তিনি। আগামীতে পার্থ শহরে গানের অনুষ্ঠান করতে চলেছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর