বাংলাহান্ট ডেস্ক: তোলপাড় জিয়াগঞ্জের (Jiyaganj) এক নার্সিং কলেজের হোস্টেল। ভর দিনের বেলায় শোরগোল পড়ে গিয়েছে সেখানে। পড়ুয়াদের মধ্যে হইচই, ঠেলাঠেলির চোটে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার জোগাড়। আর হবে নাই বা কেন, চোখের সামনে অরিজিৎ সিংকে (Arijit Singh) দেখে কেই বা শান্ত থাকতে পারে?ভক্তদের হাত থেকে এক রকম নিজেকে বাঁচিয়ে এদিন বাড়ি ফিরেছেন অরিজিৎ।
দুদিন আগেই জানা গিয়েছিল, নিজের জন্মস্থান জিয়াগঞ্জের পড়ুয়াদের জন্য বিনামূল্যে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করতে চলেছেন অরিজিৎ। পড়ুয়ারা যাতে অর্থের চিন্তা না করে ইংরেজি শিক্ষার সুযোগ পায় সেকথা মাথায় রেখেই কোচিং ক্লাস শুরু করার চিন্তা ভাবনা করছেন তিনি। সম্প্রতি সেই কোচিং ক্লাসের জন্যই ঘর দেখতে গিয়েছিলেন অরিজিৎ। আর সেখানেই এই কাণ্ড।
জিয়াগঞ্জ আজিমগঞ্জের একটি নার্সিং কলেজের হোস্টেলে ঘর দেখতে গিয়েছিলেন অরিজিৎ। কলেজে পা রাখা মাত্রই হই হট্টগোলের পরিস্থিতি। তরুণ প্রজন্মের ক্রাশ অরিজিৎকে চোখের সামনে দেখে আত্মহারা পড়ুয়ারা। ভিড় জমে যায় গায়কের চারিদিকে। সেলফি তোলার আবদার আসতে থাকে অসংখ্য। এমনকি কেউ কেউ অরিজিৎ যাতে ফিরতি পথ না ধরতে পারেন সেজন্য জামাও আঁকড়ে ধরেন।
সবার সঙ্গেই সেলফি তুলেছেন অরিজিৎ। তারপরেই এক সবেধন নীলমণি স্কুটিতে চেপে কোনো রকমে পালিয়ে বেঁচেছেন ভক্তদের ভালবাসার অত্যাচার থেকে। না, কোনো তারকা সুলভ হাবভাব দেখা যায়নি তাঁর মধ্যে। বরং ঘটেছে একেবারেই উলটোটা।
https://www.facebook.com/100006944294939/videos/5282579905192297/
সাদা টিশার্ট, সাদামাটা প্যান্ট আর মাথায় ব্যান্ডানা বেঁধে আসা অরিজিৎকে এক ঝলক দেখলে বোঝা মুশকিল, ইনিই কি গোটা দেশে সাড়া জাগানো সেই গায়ক? চারিদিকে ভক্তদের চিৎকার, উচ্ছ্বাস দেখে হাসিমুখে সমানে অনুরোধ করে গিয়েছেন, একটু আস্তে, একটু আস্তে। সাধে কি বলে, মাটির মানুষ!