বাংলাহান্ট ডেস্ক: ফের নেটিজেনের রোষের মুখে মহেশ ভাটের (mahesh bhatt) ‘সড়ক ২’ (sadak 2)। ছবিতে অরিজিৎ সিংয়ের (arijit singh) গাওয়া গান (song) সরিয়ে অন্য গায়ককে দিয়ে সেই গান গাওয়ানোর অভিযোগ উঠল পরিচালকের বিরুদ্ধে। মহেশ ভাটের উপর বেজায় ক্ষেপেছেন অরিজিৎ অনুরাগীরা।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘সড়ক ২’ এর গানের গানের অ্যালবাম। মোট আটটি গানের মধ্যে একটিও গাওয়ানো হয়নি অরিজিৎকে দিয়ে। অথচ পূজা ভাট এর আগে ছবির গানের শুটিং নিয়ে একটি টুইট করেছিলেন। সেখানে স্পষ্টতই মহেশ ভাট, জিৎ গাঙ্গুলীর সঙ্গে দেখা গিয়েছিল অরিজিৎকে। টুইটে গায়ককে ট্যাগও করেছিলেন পূজা।
https://twitter.com/PoojaB1972/status/1111295979884593152?s=19
কিন্তু এখন সম্পূর্ণ অ্যালবাম প্রকাশ্যে আসতে দেখা গেল অন্য চিত্র। যদিও সঠিক ভাবে জানা যায়নি ছবিতে কোন গানটি গাওয়ার কথা ছিল অরিজিতের। শোনা যাচ্ছে অরিজিতের যে গানটি গাওয়ার কথা ছিল সেটি তাঁকে সরিয়ে গাওয়ানো হয়েছে জুবিন নটিয়ালকে দিয়ে।
https://twitter.com/iMusicGaana/status/1297077767247466496?s=19
আবার এমনটাও শোনা যাচ্ছে, ‘শুকরিয়া’ গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলী। কিন্তু আসলে সেই গান গাওয়ার কথা ছিল অরিজিৎ ও জুবিনের একত্রে। এরপরেই মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে অরিজিৎ অনুরাগীরা। টুইটারে চলছে বিচার চেয়ে ডাক।
Which song is this?
If Arijit has sung it…then it should not be replaced
— Sakht Launda (@Being_Sakht1) August 22, 2020
I would love to keep hearing Arijit Ke Gaane.
Usually a singer of his calibre is never replaced, and if he is the composer and producer of the film should inform him personally and publicly to the fans so that his and their respect is maintained.@Atmojoarjalojo kuch bolo bhai https://t.co/lWOfojja6s
— Amaal Mallik (@AmaalMallik) August 22, 2020
নেটিজেনরা টুইটে সঙ্গীত পরিচালক আমাল মালিককে ট্যাগ করে এই প্রসঙ্গে মতামত দিতে বলেছেন। পাল্টা টুইট করে আমাল মালিক লেখেন, ‘আমি অরিজিতের গানই শুনতে চাইব। সাধারনত এভাবে গায়কদের সরিয়ে দেওয়া যায় না। আর যদিও বা তা করা হয় তাহলে সুরকার ও প্রযোজককে ওই গায়ককে ব্যক্তিগত ভাবে জানাতে হবে। আনুষ্ঠানিক ভাবে তার ভক্তদেরও একথা জানাতে হয় যাতে সকলের মর্যাদা অক্ষুন্ন থাকে।’ তবে এই বিষয়ে এখনও অরিজিৎ বা মহেশ ভাট কেউই মুখ খোলেননি।