লকডাউনের পরেই বিয়ের সানাই, জুনেই বিয়ে করতে চলেছেন মালাইকা-অর্জুন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে অন‍্যতম চর্চিত জুটি হল মালাইকা অরোরা (malaika arora) ও অর্জুন কাপুর (Arjun Kapoor)। বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে (relation) রয়েছেন এই দুজন। প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল আগেই। সম্প্রতি একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার কথাও স্বীকার করে নিয়েছেন তাঁরা।
গত বছর অর্জুনের জন্মদিনেই সম্পর্কে শিলমোহর দেন মালাইকা। অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। এরপরে আর কখনওই নিজেদের ঘনিষ্ঠতার বিষয়টা লুকিয়ে রাখেননি দুজনে। মাঝে মাঝেই দুজনকে প্রকাশ‍্য রাস্তায়, পার্টিতে বা অ্যাওয়ার্ড শোতে দেখা যায়। অর্জুনের থেকে বয়সে ১০ বছরের বড় মালাইকা। এই নিয়ে বহুবার নানা সমালোচনা হলেও বিষয়টাকে কোনওদিনই পাত্তা দেননি তাঁরা।


এবার বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসবেন অর্জুন ও মালাইকা। তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই খবর পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অর্জুনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার বয়স মাত্র ৩৩। আমার কথা বিশ্বাস করুন। এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই আমার।” তিনি আরও জানান, বিয়ের আগে পরিবারের পরামর্শ অবশ‍্যই নেবেন তিনি। তাছাড়া প্রস্তুতির দরুন সবাই জানতেই পারবেন বিয়ের কথা।

https://www.instagram.com/tv/CBFbFDvh_hw/?igshid=10a1q3gt0a2g1

https://www.instagram.com/p/CA68iMVAMtB/?igshid=1nk6ro3bnywni

এর আগেও শোনা গিয়েছিল এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন মালাইকা ও অর্জুন। কিন্তু সেবারও সব জল্পনা নস‍্যাৎ করে দেন তিনি। এক সাক্ষাৎকারে মালাইকা জানান, এক এক পা করে সম্পর্কটাকে পরিণতি দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। তবে বিয়ে কবে হবে সেটা এখনও ঠিক নেই। অর্জুনের সঙ্গে সন্তানের জন্ম অবশ‍্যই দিতে চান তিনি, এমনটাও জানান অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X