সদ্য হারিয়েছেন বাবাকে, মালাইকার শোকের সময়ে মিষ্টি বিতরণ করলেন অর্জুন! কিন্তু কেন?

বাংলাহান্ট ডেস্ক : শোকের সময় চলছে মালাইকা অরোরার (Malaika Arora)। মাত্র কিছুদিন আগেই মৃত্যু হয়েছে প্রাক্তন মডেলের বাবার। বান্দ্রার বাসভবনের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়েই ভিন্ন শহর থেকে ছুটে আসেন মালাইকা (Malaika Arora)। সেই দুর্দিনে তাঁর পাশে থাকতে দেখা গিয়েছিল দুই কাছের মানুষকে। আরবাজ খান এবং অর্জুন কাপুর। একজনের সঙ্গে অনেক বছর আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে মালাইকার (Malaika Arora)। অপর জনের সঙ্গেও নাকি সব সম্পর্ক চুকেবুকে গিয়েছে তাঁর। কিন্তু মালাইকার কঠিন সময়ে প্রথম থেকেই তাঁর পাশে থেকেছেন অভিনেতা।

মালাইকার (Malaika Arora) পাশে ছিলেন অর্জুন

ঘটনার দিন মুম্বই শহরের বাইরে ছিলেন মালাইকা (Malaika Arora)। খবর পেয়েই ছুটে আসেন তিনি। তার পরপরই মালাইকার (Malaika Arora) বাড়িতে ঢুকতে দেখা যায় অর্জুনকে। ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বর্তমানে যাই থাকুক না কেন, প্রাক্তন প্রেমিকার পাশে থেকেছেন তিনি। গত মঙ্গলবার বাবার স্মরণসভায় বোন অমৃতাকে নিয়ে উপস্থিত ছিলেন মালাইকা। কিন্তু সেদিন দেখা মেলেনি অর্জুনের। এবার মিষ্টি বিলোতে দেখা গেল অর্জুনকে।

আরো পড়ুন : টিনএজ বয়সের ব্যর্থ প্রেম, ঐশ্বর্য-ক্যাটরিনা নন, এই অভিনেত্রীর কারণেই আজও বিয়ে করেননি সলমন

মিষ্টি কেন বিলোলেন অভিনেতা

মালাইকার (Malaika Arora) পরিবারে যখন এমন শোকের পরিবেশ তখন কিনা অর্জুন হাসি মুখে মিষ্টি বিতরণ করছেন! কেন? আসলে সম্প্রতি একটি দু চাকা গাড়ি কিনেছেন অভিনেতা। না, কোনো দামী স্পোর্টস বাইক নয়। বরং একটি স্কুটার কিনেছেন তিনি। ১ লক্ষ টাকা দাম দিয়ে এই স্কুটারটি কিনেছেন অর্জুন। সম্প্রতি নিজের নতুন বাহন নিয়ে নিজের বাড়ি থেকে ভিলে পার্লে পর্যন্ত ঘুরে বেড়ান তিনি। সেই সঙ্গে হাসিমুখে পাপারাৎজিকে মিষ্টি খাওয়াতেও দেখা যায় তাঁকে।

আরো পড়ুন : দশ বছরের ছোট স্বামী, ধর্মও আলাদা, ৮ বছরের দাম্পত্য ভেঙে শেষমেষ আলাদা হচ্ছেন জনপ্রিয় বলিউড নায়িকা

শোকের সময় মালাইকার

প্রসঙ্গত, গত ১১ ই সেপ্টেম্বর নিজের বাড়ির বারান্দা থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন মালাইকার (Malaika Arora) সৎ বাবা। ঘটনার দিন মুম্বই শহরে ছিলেন না অভিনেত্রী। মারাত্মক খবরটা পেয়েই পুণে থেকে ছুটে আসেন তিনি। তার আগেই মালাইকার (Malaika Arora) বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী আরবাজ খান। তার কিছু সময় পরেই খবর পেয়ে ছুটে যান প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর।

Malaika Arora

বিগত ৬ বছর ধরে অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। গত মে মাসে নাকি তাঁদের সম্পর্ক ভাঙে। এ বিষয়ে দুজনের কেউ মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছিল, তাঁদের মধ্যে সৌজন্যমূলক সম্পর্ক বজায় থাকবে। সেই সৌজন্য ধরে রাখতে দেখা গিয়েছে অর্জুনকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর