অসমবয়সী সম্পর্ক ভেঙে আলাদা হচ্ছেন? গুঞ্জনের উত্তরে মুখ খুললেন অর্জুন-মালাইকা

বাংলাহান্ট ডেস্ক: বিচ্ছেদের পর মালাইকা অরোরা (malaika arora) ও অর্জুন কাপুর (arjun kapoor)। বুধবার বিকেল থেকে এমনি গুঞ্জনে কান পাতা দায় বিটাউনে। ইন্ডাস্ট্রির এই অত‍্যন্ত চর্চিত জুটি গত চার বছর ধরে একসঙ্গে রয়েছেন। বহু বিতর্ক, বহু সমালোচনা সয়েও একসঙ্গে ছিলেন তাঁরা। কিন্তু শেষমেষ তাঁরাও আলাদা হয়ে যাচ্ছেন?

নানা মুনির নানা মতে যখন টুইটারে পর্যন্ত ট্রেন্ডিং তালিকায় উঠে এসেছেন অর্জুন মালাইকা, তখন সমস্ত গুঞ্জনের উত্তরে মুখ খুললেন অভিনেতা। খুব কম কথায় সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিয়েছেন তিনি। মালাইকার সঙ্গে একটি মিরর সেলফি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘গুঞ্জনের জন‍্য কোনো জায়গা নেই। সাবধানে থাকুন, আশীর্বাদে থাকুন। মানুষের মঙ্গল কামনা করুন। সবার জন‍্য ভালবাসা।’

IMG 20220112 172450
অর্জুনের পোস্টের কমেন্ট বক্সে হৃদয়ের ইমোজি দিয়েছেন মালাইকা। কম কথায় সমস্ত গুজবের অবসান ঘটাতে বাস্তবিকই জুড়ি নেই অর্জুন মালাইকার। গুঞ্জন শোনা গিয়েছিল, দুজনের ব‍্যক্তিগত সম্পর্ক নাকি খুব একটা ভাল যাচ্ছে না। মালাইকার ঘনিষ্ঠ সূত্রের খবর, অনেকদিন হয়ে গিয়েছে একে অপরের সঙ্গে দেখা করেননি তাঁরা। বিষন্ন মালাইকা নিজেকে ঘরের মধ‍্যে বন্দি করে রেখেছেন।

কিছুদিন আগে তুতো বোন রিয়া কাপুরের বাড়িতে ডিনার পার্টিতে এলেও এতদিনে একবারের জন‍্যও মালাইকাকে দেখতে আসেননি অর্জুন। অথচ দুজনের বাড়ি খুবই কাছে। সাধারনত মালাইকার বাড়ির কাছাকাছি এলেই প্রেমিকার সঙ্গে দেখা করে যান অর্জুন। কিন্তু এবারে তিনি তেমনটা করেননি।

https://www.instagram.com/arjunkapoor/p/CYoT_TKI0MT/?utm_medium=copy_link

যদিও সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর মিলেছিল, মুম্বইতে অত‍্যধিক করোনার বাড়বাড়ন্তর জন‍্যই বাড়ি ছেড়ে ঘন ঘন বেরোনো বন্ধ করে দিয়েছেন মালাইকা। কিছুদিন আগে নিজের পোষ‍্যকে নিয়ে বেরিয়ে ছিলেন তিনি। ব‍্যস, ওই পর্যন্তই। তাঁর বাড়ির বাইরে না বেরোনোর সঙ্গে অর্জুনের কোনো সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছিল। এবার তেমনটাই স্পষ্ট বুঝিয়ে দিলেন অর্জুন মালাইকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর