বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছেন অর্জুন সিং (Arjun Singh)। তৃণমূলের পার্থ ভৌমিকের কাছে পরাজিত হয়েছেন BJP-র এই দাপুটে নেতা। তবে ভোটে হারলেও রবিবার দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আজ নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে। ফের একবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। আর সেদিনই দিল্লি উড়ে গেলেন অর্জুন। তাহলে কি বঙ্গ রাজনীতিতে বিরাট কিছু ঘটতে চলেছে? শুরু হয়েছে সেই জল্পনা।
আজ মোদীর পাশাপশি আরও ৩০ জন মন্ত্রী শপথ নিতে পারেন বলে খবর। জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে বাংলার অর্জুনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই কারণে ইতিমধ্যেই রাজধানীর উদ্দেশে রওনা দিয়েছেন BJP নেতা। তবে তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বেশ কিছু কথা বলেন তিনি।
আরও পড়ুন: ‘তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে…’! পিছন থেকে ছুরি মেরেছে BJP-র লোকজন, বিস্ফোরক রেখা
দিল্লি উড়ে যাওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, ‘জোর করে নির্বাচন করানো হয়েছে। জোর করে ডিউটি করানো। অবজারভাররা টাকা পেয়ে বিক্রি হয়ে গিয়েছেন৷ এমন প্রচুর ব্যাপার রয়েছে’। একইসঙ্গে প্রবীণ নেতাদের মন্তব্য নিয়েও কিছু কথা বলেন ব্যারাকপুরের সদ্য প্রাক্তন সাংসদ।
অর্জুন স্পষ্ট বলেন, ‘আমি এটা বিশ্বাস করি না। দলীয় কর্মীরা যথেষ্ট কাজ করেছেন। সেই কারণে সবার সামনে এই প্রসঙ্গ না তোলাই উচিত। আমি কী করতে পেরেছি না পেরেছি আর নির্বাচন কমিশনের ভূমিকা গোটা বাংলা দেখেছে। আর আমি মনে করি, দলের কথা দলের ভেতরেই বলা উচিত’।
উল্লেখ্য, ২০২৪ লোকসভা ভোটের আগে TMC ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন অর্জুন। ব্যারাকপুর থেকে তাঁকে টিকিট না দেওয়ায় জোড়াফুল শিবিরের ওপর বেশ চটেছিলেন তিনি। এরপর ফের BJP-তে কামব্যাক করেন। তবে দলবদল করলেও এবার অর্জুন ভোটে জিততে পারেননি। ব্যারাকপুর থেকে জিতে, TMC-র পার্থ ভৌমিক এবার সংসদে যাবেন।