বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং খবর! বহুদিন ধরে চলা জল্পনার ইতি ঘটলো এদিন। অবশেষে বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগদান করলেন অর্জুন সিং। রবিবার বিকালে তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষপর্যন্ত শাসকদলে প্রত্যাবর্তন ঘটালেন অর্জুন।
এদিন সকালেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায় ব্যারাকপুরের সাংসদকে। তার পূর্বে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “আজ আমার বেরোনোর আছে। একজনের সাথে দেখা করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো কলকাতায় যাব আমি।” এই বলে ব্যারাকপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। অবশেষে কলকাতার এক হোটেলে তৃণমূল দলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করে ক্যামাক স্ট্রিটের অফিসে চলে আসেন অর্জুন। এই সময় শাসকদলে প্রত্যাবর্তনের ব্যাপারে অর্জুনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এমন কোন কাজ কিংবা কথা থাকতে পারে না, যেটা আপনারা জানতে পারবেন না। যদি কোনরকম অঘটন ঘটার থাকে, তাহলে সেটা জানা যাবে। শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুরু হবে তো শেষ হবে।”
এরপরেই ধীরে ধীরে জল্পনার কালো মেঘ কাটতে থাকে আর অবশেষে কিছুক্ষন আগেই তৃণমূল দলে যোগ দিলেন অর্জুন সিং। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন অর্জুনকে তৃণমূলের উত্তরীয় পরাতে দেখা যায়।
বর্তমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, “পাট শিল্প নিয়ে কেন্দ্র সরকার বহুদিন ধরে রাজনীতি করে চলছিলো। আমি এর বিরুদ্ধে আন্দোলনে পথে নামি, কিন্তু কিন্তু আমার কথা তারা শোনেনি। এর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ বিষয়ে জানান, কিন্তু তিনি উত্তর দেননি। তাই বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলাম।” এছাড়াও তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “বিজেপি বর্তমানে শুধুমাত্র ফেসবুকে রয়েছে। আমি প্রথম থেকেই তৃণমূল দল করতাম। ঘরের ছেলে আবার ঘরে ফিরে এলো।”