আগামীকালই রথ বদল, রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন অর্জুন সিংহ

বাংলা হান্ট ডেস্ক:  অর্জুনবাণে গত কয়েকদিন ধরেই বিদ্ধ হয়েছে কেন্দ্র সরকার। অস্বস্তি বেড়েছে পদ্মশিবিরের অন্দরে। ব্যারাকপুরের সাংসদের ‘ভোলবদলে’ জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দ্রুত কী তিনি তৃণমূলে ফিরতে চলেছেন? সেই সম্ভাবনাও জোরালো হয়েছে। শেষ মুহূর্তে নাটকীয় কোনও সিদ্ধান্ত বদল না হলে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরতে পারেন। দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁকে সাদরে গ্রহণ করা হতে পারে জোড়াফুলে।

তৃণমূল সূত্রে খবর, রবিবার অর্জুনের তৃণমূলে ফেরার ‘যোগ’ এখনও পর্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়। তবে রবিবাসরীয় দুপুরেই স্পষ্ট হবে শেষ পর্যন্ত তিনি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই ঠাঁই নিচ্ছেন কিনা। তবে, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্জুন কি একা ফিরবেন? নাকি ভাটপাড়ার বিজেপি বিধায়ক তথা তাঁর ছেলে পবন সিংকে নিয়ে তৃণমূলে সামিল হবেন।

এদিকে অর্জুনের বিদ্রোহের কারণ হিসাবে ইতিমধ্যেই দুটি কারণ উঠতে শুরু করেছে। কেউ কেউ বলছেন দলের মধ্যে নিজের ওজন বাড়াতেই একের পর এক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন অর্জুন। অন্যদিকে একটা অংশ মনে করছেন তৃণমূলে যাওয়ার রাস্তা প্রশস্ত করতেই আচমকা ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন একদা দিলীপ ঘনিষ্ঠ এই বিজেপি নেতা।

arjun singh 2 1

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুনের পরিবারের একাধিক সদস্য। তখন থেকেই জল্পনা শুরু হয়, তৃণমূলে ফিরতে পারেন অর্জুনও। পুরভোটের আগে থেকেই শুরু হয়েছিল জল্পনা। অর্জুনের সাম্প্রতিক অতীতের কার্যকলাপ যেন সেই জল্পনায় ঘি ঢেলেছে। তবে কি বিজেপি ছেড়ে ফের তৃণমূলের পথে অর্জুন সিং? রাজনীতির কারবারিদের একাংশের দাবি, অর্জুনের তৃণমূলে ফেরা এখন সময়ের অপেক্ষা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর