ফের বিস্ফোরক অর্জুন সিং, নিশানায় দলেরই লোক! সাংসদের বয়ানে তুঙ্গে শোরগোল

   

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তারপর থেকে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ও দলের সংগঠন নিয়ে উদ্বিগ্ন তৃণমূলের একাংশ। আর তার মধ্যেই দলের একাংশের বিরুদ্ধে চুরি ও দুর্নীতির অভিযোগ তুললেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। জগদ্দলের ব্যাটারি কারখানার শ্রমিকদের একটি মিটিংয়ে অংশ নেন ব্যারাকপুরের তৃণমূল নেতা (Trinamool Congress)।

শ্রমিকদের মঞ্চে দাঁড়িয়ে এদিন দলের একাংশের বিরুদ্ধেই অন্তর্ঘাতের অভিযোগ আনলেন অর্জুন সিং। তিনি এদিন বলেন, ‘তৃণমূলের এমন অনেক নেতা আছেন যারা দলের ঝাণ্ডা ধরে ঘোরেন, কিন্তু সুযোগ পেলে দলকেই বিক্রি করে দেন।’ এরপরই কারখানা কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে অর্জুন বলেন, ‘যারা এখানে ম্যানেজমেন্টে আছেন তাঁদের বলছি, এখানে ব্যাপক চুরি শুরু হয়েছে। আপনাদের কী মনে হয় আপনাদের আমি ভয়ে বলছি না! আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন।

arjun 2

তিনি আরও বলেন, ‘দুনিয়ার মানুষ এখানে এসে বসে খাচ্ছে। বাউন্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন বাউন্সার নিয়ে ঘোরা হবে? আপনার ভয় কিসের? কেন দুর্নীতি করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জিরো টলারেন্স। আর এদিকে কিছু লোক তৃণমূলের নাম করে দুর্নীতি করে যাচ্ছে। যত দুর্নীতি হচ্ছে সব আপনারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন।’

এদিকে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার দরকার। দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা তো দলই নেবে, নাকি রাস্তার লোক নেবে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কী দরকার। দলকে বলুন, দল বুঝে নেবে কী করতে হবে।’

গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপি থেকে তৃণমূলে যোগদানের যে ধারা তৈরি হয়েছিল, তাতে ছিলেন বাবুল সুপ্রিয়ও (Babul Supriyo)। বিজেপি ছাড়ার পর ২০২১-এর সেপ্টেম্বরেই তৃণমূলে যোগ দেন বাবুল। আর তার কয়েক মাস পর গতবছর মে মাসে পুরনো দলে ফেরেন অর্জুন সিংও। তবে এবার অর্জুনের মন্তব্যে পঞ্চায়েত নির্বাচনের আগে দল অস্বস্তিতে পড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর