বাংলা হান্ট ডেস্কঃ গত বছর ‘ঘর ওয়াপসি’ করে তৃণমূলে (Trinamool) যোগদান করেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। বছর দুই মত বিজেপিতে (BJP) ছিলেন তিনি। যোগযোগ ছিল না তৃণমূলের সাথে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই দলে অনেক ‘অ্যাক্সিডেন্টাল’ নেতা তৈরি হয়েছে, যারাই মূলত ‘দুর্নীতি’ করেছেন। সোমবার জগদ্দলের সভা থেকেই এমন মন্তব্যই করলেন অর্জুন সিং।
এদিন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জগদ্দলে কেন্দ্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে শাসকদল। সেখান থেকে দলেরই একাংশকে বিঁধলেন তৃণমূল নেতা। প্রকাশ্য সভা থেকে বলেন, ‘‘আমি ভুল বুঝে দু’বছর অন্য দলে ছিলাম। তার মাঝে দলে অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে। তাঁরাই দলের গায়ে কালি লাগাচ্ছেন। দলের স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট করছেন।’’
শুধু তাই নয়, এরপর সেসব ‘অ্যাক্সিডেন্টাল’ নেতাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘তাঁদের কোনও ভাবে রেয়াত করা হবে না।’’ তিনি বলেন , দলের নেতা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধাচরণ করে অনেকে ঠিকাদারি করছেন। এরপর সেসব নেতাদেড় বিরুদ্ধে দলীয় কর্মীদের একজোট হয়ে রুখে দাঁড়ানোর বার্তাও দেন অর্জুন। বলেন, ‘‘অটোচালকদের বলছি, কেউ এক টাকা চাইলেও দেবেন না।’’
অন্যদিকে, অর্জুনের মন্তব্যের পাল্টা বিজেপির বারাসত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র বলেন, ‘‘নিচুতলাকে হুঁশিয়ারি দিয়ে কিছু হবে না। শুরু করতে হবে উপরতলা থেকে। দুর্নীতির ৭৫ শতাংশ টাকা কালীঘাটে যায়। দুর্নীতিমুক্ত করার যাত্রা সেখান থেকেই শুরু করুন অর্জুন।’’
প্রসঙ্গত, গত বছর ২২ মে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ তিন বছর বিজেপিতে কাটানোর পর শেষমেশ তৃণমূলে ফিরে যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। বিজেপিতে বেশ দাপুটে নেতা ছিলেন তিনি, তবে পুরোনো দলের টানে দীর্ঘ সময়ের পর অভিষেক বন্দোপাধ্যায়ের হাত ধরে শাসকদলে ফেরেন তিনি।