বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh) কে প্রাণে মারার জন্য সুদূর রাশিয়া থেকে আনা হয়েছে বিষাক্ত কেমিক্যাল। এই কেমিক্যাল স্প্রে করেই নাকি প্রাণে মেরে ফেলা হবে তাঁকে। তাই এই প্রাণনাশের আশঙ্কা থেকেই ভবানীভবনে বিশেষ চশমা পড়ে আর জল নিয়ে ঢুকলেন অর্জুন সিং (Arjun Singh)। সিআইডি তলবের দ্বিতীয় দিনে বিজেপি নেতার এই কান্ড দেখে রীতিমতো হাসির রোল উঠেছে রাজনৈতিক মহলে।
প্রাণভয়ে বিশেষ চশমা পরে ভবানীভবনে অর্জুন (Arjun Singh)
এই অতি-সতর্কতার জন্য অর্জুন সিংকে (Arjun Singh) কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী শিবির। বৃহস্পতিবার ভাটপাড়ায় নিজের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় অর্জুন সিং এর চোখে দেখা গেল এক বিশেষ ধরনের চশমা। কিন্তু কেন এই চশমা পড়েছেন তিনি?
এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং জানান, ‘সবসময় সতর্ক থাকা উচিত। তাই চশমা নিয়ে যাচ্ছি, এটা পরে থাকব। সঙ্গে জলও নিয়েছি। ওখানের (ভবানীভবনের) কিছু ব্যবহার করা ঠিক নয়। অনেক দিন ধরে আমাকে খুন করার চেষ্টা চলছে।’পাশাপাশি এদিন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও খুনের চেষ্টা করা হচ্ছে। অর্জুনের কথায়, ‘আমরা দুজন থাকলে ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় খুব কঠিন হবে। তাই কেমিক্যাল স্প্রের আতঙ্ক তো থাকবেই।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভাটপাড়া পুরসভার টেন্ডার ও ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে অর্জুন সিংয়ের। মামলাও চলছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই সিআইডির তরফে সমন পাঠানো হয়েছিল অর্জুন সিং-কে। সিআইডির দপ্তরে প্রথমদিন হাজিরা দিতে যাওয়ার সময় তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন অর্জুন সিং।
আরও পড়ুন:‘আমার ওপর খাঁড়া নামলে কল্যাণ …’, তৃণমূলের শো- কজের জবাবে যা বললেন হুমায়ুন
বলেছিলেন রাশিয়ার বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে তাঁকে খুনের চক্রান্ত করছে তৃণমূল। একইভাবে শুভেন্দুকেও খুন করার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। প্রাণ নাশের আশঙ্কায় অর্জুন সিং এতটাই ভীত যে রাশিয়ার রাসায়নিক শরীরে কোনো বিষক্রিয়া করেছে কি তা জানতে ইতিমধ্যেই ৩৯ রকম পরীক্ষাও করিয়ে নিয়েছেন তিনি।
আর এদিন ভবানীভবনে যাওয়ার সময় এই বিশেষ চশমা পরায় তাঁকে নিয়ে আবার শুরু হয়েছে হাসাহাসি। কটাক্ষ করে বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেছেন, ‘ছয় বছরের বাচ্চাকেও এই কথাগুলো বললে হাসবে।’