IPL খেলতে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন সচিনপুত্র অর্জুন, দেখুন কিছু ঝলক

বাংলা হান্ট ডেস্কঃ এবার আইপিএল নিলামে শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবারই প্রথমবার আইপিএলে ডাক পেয়েছেন তিনি। এবার আইপিএলের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন তিনি, শুক্রবার দলের সঙ্গে প্রস্তুতি শিবিরে যোগদান করেন অর্জুন টেন্ডুলকার। মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই দুদিন আগে থেকেই নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার শচীন পুত্র অর্জুনও মুম্বাই শিবিরে যোগ দিলেন।

গত বছর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে রয়েছেন অর্জুন টেন্ডুলকার। করোনার জন্য গত বছর আইপিএল অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে। সেখানে উড়ে গিয়েছিলেন অর্জুন। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে নিয়মিত রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের বল করেন এই বাঁহাতি পেসার। এবার আইপিএল নিলামে একটা সময় মনে হয়েছিল অর্জুনকে কোন দলই নিতে আগ্রহী নয়, তবে শেষপর্যন্ত কুড়ি লক্ষ টাকা বেস প্রাইজে সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে নেয় মুম্বাই টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ঈশান কিশান, পীযূষ চাওলাদের সঙ্গে মুম্বাই শিবিরে যোগদান করলেন অর্জুন টেন্ডুলকার।

https://twitter.com/mipaltan/status/1375666388023533568?s=20

https://twitter.com/mipaltan/status/1375486091436908546?s=20

গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর তাই নিয়ম অনুযায়ী এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে প্রথম ম্যাচেই কি অভিষেক ঘটতে চলেছে অর্জুন টেন্ডুলকারের? এখন সেটাই দেখার।

Udayan Biswas

সম্পর্কিত খবর