বাংলাহান্ট ডেস্ক: বয়সটা কোনো ফ্যাক্টরই নয়।বলিউডের নামী মডেল নীতিন মেহতার (nitin mehta) জন্য একথা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। সেনা অফিসার নীতিন ৪৪ বছর বয়সে এসে হয়েছেন মডেল অভিনেতা। অক্ষয় কুমারের (akshay kumar) সঙ্গে কাজও করে নিয়েছেন তিনি। কিন্তু সেনাবাহিনী থেকে বিনোদন জগতে কীভাবে এসে পড়লেন নীতিন?
সেনা পরিবারেই জন্ম নীতিনের। তিনি নিজেও মনেপ্রাণে বিশ্বাস করেন যে একবার সেনাবাহিনীতে ঢোকে আজীবন তার মন সেখানেই পড়ে থাকে। কিন্তু এক দুর্ঘটনা জীবন বদলে দেয় নীতিনের। চোট পাওয়ায় সেনা থেকে ভলান্টারি অবসর নিতে হয় তাঁকে। তখনো তিনি ভাবেননি পরবর্তী জীবনে কী করবেন। ভাগ্যই নীতিনকে এনে দাঁড় করায় বিনোদন ইন্ডাস্ট্রির দোরগোড়ায়।
একবার বিমানবন্দরে এক ব্যক্তির নজর কাড়েন নীতিন। তাঁর দাড়ির স্টাইল বেশ পছন্দ হয়েছিল ওই ব্যক্তির। তিনিই একটি ছবিতে ছোট এক চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নীতিনকে। কিন্তু কোনো।কারণ বশত সেই ছবি তিনি করতে না পারলেও ঘটনাটা চিন্তার দিক বদলে দেয় নীতিনের। মডেলিংয়ের জগতে ভাগ্যপরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি।
কিন্তু সেনাবাহিনীতে থাকায় বিনোদন জগৎ থেকে একেবারেই দূরে ছিলেন নীতিন। এসব বিষয় নিয়ে কোনো ধারনাই ছিল না তাঁর। উপরন্তু মডেলিংয়ে কেরিয়ার তৈরির পথে সবথেকে বড় বাধা ছিলেন খোদ নীতিনের বাবা। ছেলের মডেল হওয়ার বিরোধী ছিলেন তিনি। এমনকি নীতিনের পোর্টফোলিও শুটের দিন তাঁর বাবা বলেছিলেন, এভাবে তিনি টাকা নষ্ট করছেন। নীতিনের বয়সটাও বড় বাধা বলে মনে হয়েছিল তাঁর বাবার। কিন্তু কিছুটা জোর করেই মডেলিংয়ে আসেন নীতিন।
সিদ্ধান্তটা ভুল হয়নি। অচিরেই ইন্ডাস্ট্রিতে নজর কাড়েন নীতিন। জনপ্রিয় ল্যাকমে ফ্যাশন উইকেও র্যাম্পে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। ৪৪ বছর বয়সে মডেল হন নীতিন। এমনকি ওই বয়সে ওজন ৮৫ কিলো থেকে কমিয়ে আনেন কড়া শরীরচর্চা করে। নীতিন জানান, যুবক মডেলরাই তাঁকে অনেক কিছু শিখিয়েছেন। র্যাম্প ওয়াক থেকে স্টাইল সবটাই যুবকদের থেকে শিখেছেন তিনি। এমন নয় যে কখনোই প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয়নি তাঁকে। বয়সের জন্য একাধিক বার ‘না’ শুনতে হয়েছে নীতিনকে কিন্তু কখনো তার জন্য থেমে যাননি তিনি।
এখন মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি ছবি ও মিউজিক ভিডিওতেও কাজ করতে শুরু করেছেন নীতিন। ফিলহাল ও ফিলহাল ২ নামে দুটি মিউজিক ভিডিওতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। দীপিকা পাডুকোনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন নীতিন মেহতা।