বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় সেনাতে চাকরি করে দেশ সেবা করা এক অনন্য সম্মান। অনেকেই ভারতীয় সেনায় যোগ দেবার জন্য কঠোর পরিশ্রম করে থাকে। সম্প্রতি ভারতীয় সেনা ৪১৮ জন তরুন অবিবাহিত যুবককে বিটেক কোর্স করিয়ে সেনাবাহিনীতে যোগ দেবার বিজনপ্তি জারি করেছে। শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ। দেওয়া হবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও। জেনে নিন এই সেনার বিজ্ঞপ্তিটির বিস্তারিত খুঁটি নাটি
আবেদন করার শেষ তারিখঃ ২৮ জানুয়ারি ২০২০
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
পদঃ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি: শূন্যপদ: ৩৭০। ন্যাভাল অ্যাকাডেমি: শূন্যপদ ৪৮।
শিক্ষাগত যোগ্যতাঃ দ্বাদশ শ্রেণি (১০+২) বা সমতুল
বয়সসীমাঃ জন্মতারিখ ০২ / ০৭ / ২০০১ থেকে ০১ / ০৭ / ২০০৪ এর মধ্যে হতে হবে।
জাতীয়তাঃ ভারতীয়
আবেদন মূল্যঃ ১০০ টাকা
নির্বাচনের পদ্ধতিঃ ইন্টারভিউ ও মেডিক্যাল
ওয়েবসাইটঃ www.upsconline.nic.in
আবেদনের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু তথ্যঃ
নতুন আবেদনকারীদের অবশ্যই প্রথমে রেজিস্ট্রার করে নিতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে। এক্ষেত্রে আপনাকে জানাতে হবে আপনার প্রাথমিক তথ্য। সংশ্লিষ্ট নথি আপলোড করুন। ভুল তথ্য দিলে আপনার পদ বাতিল হয়ে যাবে। তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্ক থাকুন।ভবিষ্যতের ব্যবহারের জন্য একটি প্রিন্ট আউট রাখতে পারেন।
আবেদন করার শেষ তারিখ ২৮ জানুয়ারি ২০২০, ঐ দিন সন্ধ্যে ৬ টার মধ্যে করতে হবে রেজিস্টার।
লিখিত পরীক্ষা হবে ১৯ এপ্রিল ২০২০ তারিখে। শিক্ষাদান শুরু হবে ২ জানুয়ারি ২০২১ তারিখ থেকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যেকোনও শাখায় নগদ জমা দেওয়া যাবে। টাকা দিতে পারবেন অনলাইনেও।