সামাজিক বিয়ের আগেই ডিভোর্স অর্ণব-ইপ্সিতার! হঠাৎ কী হল? ফাঁস করলেন অভিনেতা

বাংলা হান্ট ডেস্কঃ ‘আলো ছায়া’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অনস্ক্রিন বৌদিকে মন দিয়ে বসেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। প্রেম জমে উঠতে বেশিদিন সময় নেয়নি। ২০২২ সালের শুরুতেই ইপ্সিতা মুখোপাধ্যায়ের (Ipsita Mukherjee) সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন অভিনেতা। সামাজিক বিয়ের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে তার আগেই ডিভোর্সের পথে হাঁটলেন দু’জনে।

ডিভোর্স ফাইল করলেন অর্ণব-ইপ্সিতা

রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ানে’র মঞ্চে প্রথম অর্ণব-ইপ্সিতার (Arnab Ipsita) প্রেমের খবর প্রকাশ্যে আসে। ২০২২ সালে এনগেজমেন্ট এবং আইনি বিয়ে। মাঝে অবশ্য এই টেলি দম্পতির সম্পর্কে চিড় ধরেছিল। তবে সেবার ভুল বোঝাবুঝি কাটিয়ে ফের এক হয়েছিলেন তাঁরা। কিন্তু এবার আর তেমনটা হল না। ডিভোর্সের (Divorce) খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজে।

   

ইতিমধ্যেই ইপ্সিতার সঙ্গে আংটি বদল থেকে শুরু করে যাবতীয় ঘনিষ্ঠ ছবি সরিয়ে ফেলেছেন অর্ণব (Arnab Banerjee)। এরপর সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে ডিভোর্সের খবরে শিলমোহর দিয়ে বলেন, ‘খবরটা সত্যি। আমাদের ডিভোর্স হচ্ছে। আগেও একবার আমাদের ছাড়াছাড়ি হয়েছিল। সেবার চেষ্টা করেছিলাম। কিন্তু আর হল না। ডিভোর্স ফাইল হয়ে গিয়েছে। এই মাসেই আমরা আইনিভাবে আলাদা হয়ে যাব। কয়েকদিন পরেই মামলার শেষ শুনানি’।

আরও পড়ুনঃ কালো বলে শুনেছেন কটাক্ষ! আজ ১৩০ কোটির মালকিন, ছবির মেয়েটি কোন বলিউড নায়িকা জানেন?

এর আগে যখন অর্ণব-ইপ্সিতার মধ্যে দূরত্ব তৈরি হয়, তখন শোনা গিয়েছিল পরকীয়ায় লিপ্ত হয়েছেন অভিনেতা। তা নিয়েই তারকাজুটির মধ্যে মনোমালিন্য তৈরি হয়। পরে যদিও তা মিটে গিয়েছিল। গত বছর জামাইষষ্ঠীর দিন অর্ণবকে পাত পেড়ে খাইয়েছিল অভিনেত্রীর পরিবার। স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকে দেওর-বৌদির চরিত্রে অভিনয়ও করছিলেন দু’জনে। সবকিছু ঠিকঠাকই চলছিল, এর মাঝেই এল বিচ্ছেদের খবর।

Arnab Banerjee Ipsita Mukherjee

এর আগে সামাজিক বিয়ে নিয়ে জিজ্ঞেস করায় ইপ্সিতা বলেছিলেন, ‘আইনি বিয়ে তো আমাদের হয়েই গিয়েছে। (সামাজিক বিয়ের দিনক্ষণ) এখনও কিছু জানি না। পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, নিজের সম্পূর্ণ তৈরি হয়েই সামাজিক বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা যেন কখনও একটা বাড়তি চাপ না হয়ে যায়’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর