ক‍্যাটরিনার মতো অকৃতজ্ঞ নন, বিয়েতে নিমন্ত্রণ না করলেও শুভেচ্ছা জানালেন সলমনের বোন-ভগ্নীপতি

বাংলাহান্ট ডেস্ক: শুভেচ্ছা ঢল নেমেছে ভিকি কৌশল (vicky kaushal) ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) জন‍্য। নব বিবাহিত দম্পতির আগামী জীবনের জন‍্য সকলেই হাত ভরে আশীর্বাদ, শুভ কামনা পাঠাচ্ছেন। তালিকায় রয়েছেন সলমন খানের বোন ও ভগ্নীপতি অর্পিতা খান (arpita khan), আয়ুষ শর্মাও (aayush sharma)। ক‍্যাটরিনা তাঁদের আমন্ত্রণ না করলেও নিজেদের কর্তব‍্যটা ঠিকই পালন করেছেন সলমনের পরিবার।

ভিক‍্যাটের বিয়ের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে অর্পিতা লিখেছেন, ‘হৃদয় থেকে শুভেচ্ছা। সারা জীবন সুখে থাকো।’ আয়ুষও ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমরা সারা জীবন সুখে থেকো, এই কামনা করি। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন। অপরদিকে স্বাগত।’

arpita
এর আগে শোনা গিয়েছিল সলমন ক‍্যাটরিনার বিয়েতে না গেলেও তাঁর গোটা পরিবার অবশ‍্যই যাবে। উল্লেখ‍্য, সলমনের দৌলতে অর্পিতার সঙ্গেও খুব ভাল বন্ধুত্ব ছিল ক‍্যাটের। কিন্তু অর্পিতা খান শর্মা জানিয়েছিলেন, বিয়েতে কোনো নিমন্ত্রণ পাননি তাঁরা।

সলমনের হাত ধরেই বলিউডে বড় ব্রেক পেয়েছিলেন ক‍্যাটরিনা। বলা যায়, ভাইজানের জন‍্য আজ এত উন্নতি তাঁর। কিন্তু তাঁকে বা তাঁর পরিবারকেই বিয়েতে বলার প্রয়োজনও মনে করেননি ক‍্যাটরিনা। অনেকেই অকৃতজ্ঞ বলে তীব্র সমালোচনা করেছেন অভিনেত্রীর।

IMG 20211210 184854
শোনা যাচ্ছে, মধুচন্দ্রিমার জন‍্য ইউরোপ ভ্রমণে বেরোবেন ভিক‍্যাট জুটি। তাও আবার দু মাসের জন‍্য! ৬০ দিন ধরে ইউরোপের নানান ছবির মতো জায়গায় ঘুরে ঘুরে মধুচন্দ্রিমা সারবেন তাঁরা। তবে সমস্ত বাকি থাকা কাজ সম্পূর্ণ করে তারপরেই ঘুরতে যাবেন ভিকি ক‍্যাটরিনা। বিয়ের সমস্ত বড় সিদ্ধান্ত অভিনেত্রী নিলেও হানিমুনের পরিকল্পনাটা নাকি ভিকিরই ছিল। আসলে বলিউডি ছবির মতো করেই নিজের মধুচন্দ্রিমাটা কাটাতে চান ভিকি।

দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের মতো, বা জিন্দেগি না মিলেগি দোবারার মতো রোডট্রিপ কিংবা চাঁদনির মতো আল্পসের কোলে ভ্রমণ, সবটাই নিজের অভিজ্ঞতায় রাখতে চেয়েছিলেন ভিকি। তাই শেষমেষ এই পরিকল্পনা। তবে আপাতত মুম্বইয়ে রিসেপশন আর ছবির কাজে ব‍্যস্ত থাকবেন ভিকি ক‍্যাটরিনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর