বাংলাহান্ট ডেস্ক: রাজনীতি এবং বিনোদন জগতের মেলবন্ধনের উদাহরণ রয়েছে ভূরি ভূরি। তালিকায় সাম্প্রতিকতম সংযোজন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। পেশায় অভিনেত্রী ছিলেন অর্পিতা। যদিও বিনোদন জগৎকে অনেকদিন আগেই বিদায় জানিয়েছেন তিনি। অর্পিতার নায়িকা হিসাবে প্রথম ছবির প্রযোজক আগেই জানিয়েছিলেন, জনপ্রিয়তা পাওয়ার পরেই নেতামন্ত্রীদের মেলামেশা শুরু করেছিলেন তিনি।
গত শুক্রবার রাতে এসএসসি দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে হানা দেয় ইডি। সেখান থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা সহ কয়েক কেজি সোনার গয়না, সম্পত্তির নথিপত্র। তারপরের দিন শনিবার গ্রেফতার হন পার্থ অর্পিতা।
ইডি হেফাজতে রাখা হয়েছে দুজনকে। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। জানা যাচ্ছে, জেরায় অপসারিত মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কথা নাকি স্বীকার করে নিয়েছেন অর্পিতা।
ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বয়সে ফারাক থাকলেও খুব ভাল বন্ধু ছিলেন। স্ত্রীর মৃত্যুর পরেই নিঃসঙ্গতার জন্য নাকি অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অপসারিত মন্ত্রীর, ইডির জেরায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তবে তিনি এও দাবি করেছেন, সরকারি ছাপ মারা খামে আসা টাকার কথা প্রথমে তিনি জানতেন না।
অর্পিতা দাবি করেছেন, তিনি জানতেন খামগুলিতে দরকারি নথিপত্র থাকে। আসল ব্যাপারটা অনেক পরে জানতে পেরেছিলেন তিনি। ইডি আধিকারিকদের অর্পিতা জানান, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তিনি এও জানতে চেয়েছিলেন যে টাকাগুলো কার। উত্তরে শুধু বলা হয়েছিল, প্যাকেট যেমন আছে তেমন ভাবেই যেন থাকে।