বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) দুর্নীতি মামলায় সম্প্রতি ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না উদ্ধারের ফলে বর্তমানে শোরগোল ছড়িয়ে পড়েছে বঙ্গ রাজনীতিতে। এর মাঝেই গ্রেফতারির প্রথম দিকে কোন মন্তব্য না করলেও বিগত কয়েকদিনে পার্থ এবং অর্পিতা দুজনকেই মুখ খুলতে দেখা গিয়েছে। অবশেষে এদিন পার্থের ন্যায় মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। জোকার ইএসআই (ESI) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অর্পিতা বলেন, “টাকা আমার নয়, আমার অনুপস্থিতিতে অজান্তেই ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে।” ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, অর্পিতার দাবি যদি সত্য হয়, তবে তাঁর নজর এড়িয়ে চাবি খুলে কিভাবে কেউ ফ্ল্যাটে প্রবেশ করতে পারে?
উল্লেখ্য, সম্প্রতি অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে ২২ কোটি নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন ও সোনা গয়না উদ্ধার করে ইডি। পরবর্তীতে বেলঘড়িয়ার আরো একটি ফ্ল্যাটে হানা চালিয়ে ২৮ কোটি টাকা এবং একাধিক সোনা গয়না উদ্ধার করা হয়, যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের দাবি করেন যে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়ার টাকার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। আর এদিন অর্পিতাও সেই একই দাবি করলেন। ফলে উদ্ধার হওয়া টাকার আসল মালিক কে কিংবা এর পিছনে কি রহস্য রয়েছে, এ বিষয়ে একের পর এক প্রশ্ন উঠে চলেছে। এদিন ইএসআই হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয় পার্থ-অর্পিতাকে। এদিন প্রথমবারের মতো মুখ খুলে অর্পিতা জানান, “এই টাকা আমার নয়। আমার অজান্তেই ঘরের ভেতর প্রবেশ করে টাকা রাখা হয়েছে।” অর্পিতা মুখ খুললেও এদিন অবশ্য কোন মন্তব্য করতে দেখা যায়নি পার্থকে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “যার বাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে, তিনি যদি কিছু না জানেন, তবে কি আর বলবো।”