5G স্পেকট্রাম নিলামে সবাইকে পেছনে ফেলল Jio! সরকারের ঘরে ঢুকল মোট ১.৫ লক্ষ কোটি টাকা

বাংলা হান্ট ডেস্ক: গত ২৬ জুলাই থেকে সঞ্চার মন্ত্রকের (Ministry of Communications) তত্ত্বাবধানে 5G-র স্পেকট্রাম নিলামের কাজ চলছিল। এমতাবস্থায়, গত ১ আগস্ট, সোমবার এই নিলাম সম্পন্ন হয়। মোট ৪ টি টেলিকম কোম্পানি এই নিলামে অংশগ্রহণ করে। সর্বোপরি, স্পেকট্রামের রেকর্ড বিক্রি থেকে সরকার মোট ১,৫০,১৭৩ কোটি টাকার লাভ পেয়েছে।

উল্লেখ্য যে, 5G স্পেকট্রামের নিলামে অংশ নেওয়ার জন্য যে সংস্থাগুলি তাদের দর জমা দিয়েছিল, তাদের মধ্যে থেকে মাত্র ৪ টি সংস্থাকে মন্ত্রক বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে নির্বাচন করেছিল। যার মধ্যে ছিল Reliance Jio, আদানি কমিউনিকেশনস, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন।

নিলাম থেকে সরকার কত আয় করেছে: ৭ দিন ধরে চলা 5G স্পেকট্রামের নিলাম থেকে সরকার আদানি কমিউনিকেশনের কাছ থেকে ২১২ কোটি টাকা পেয়েছে। এছাড়াও, ভারতী এয়ারটেল গ্রুপ থেকে ৪৩,০৮৪ কোটি টাকা, Jio-র কাছ থেকে ৮৮,০৭৮ কোটি টাকা এবং Vi-র কাছ থেকে ১৮,৭৯৯ কোটি টাকা পেয়েছে। জানা গিয়েছে, এই বিপুল অঙ্কের পেমেন্ট কোম্পানিগুলি নির্দিষ্ট কিস্তিতে পরিশোধ করবে।

কোম্পানিগুলিকে দেওয়া স্পেকট্রামের হিসেব: বর্তমানে, মন্ত্রক ৭২,০৯৮ মেগাহার্টজের মধ্যে মাত্র ৫১,২৩৬ মেগাহার্টজ স্পেকট্রাম বিক্রি করেছে। যা মোট পরিমানের প্রায় ৭১ শতাংশ। এমতাবস্থায়, আদানি ডেটা নেটওয়ার্ক লিমিটেড মিলিমিটার-তরঙ্গে ৪০০ MHz 5G স্পেকট্রাম কিনেছে। অপরদিকে Vodafone-Idea Limited ৬২২৮ MHz (১৮০০ MHz, ২১০০ MHz, ২৫০) MHz, ৩৩০০ MHz এবং ২৬ GHz) স্পেকট্রাম কিনেছে। পাশাপাশি, Bharti Airtel কিনেছে ১৯,৬৮৭ MHz (৯০০ MHz, ১৮০০ MHz, ২১০০ MHz, ৩৩০০ MHz এবং ২৬ GHz) স্পেকট্রাম। অপরদিকে, Reliance Jio Infocomm Limited ২৪,৭৪০ MHz (৭০০ MHz, ৮০০ MHz, ১৮০) MHz, ৩৩০০ MHz এবং ২৫ GHz) 5G স্পেকট্রাম কিনেছে।

টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বললেন: এই প্রসঙ্গে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, অক্টোবরের শেষের দিকে কোম্পানিগুলি তাদের টাওয়ার সহ প্রয়োজনীয় পরিকাঠামো ইনস্টল করবে এবং তারপরেই অর্থাৎ নভেম্বর থেকে দেশে 5G পরিষেবা চালু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত শহরগুলিতে 5G চালু করা হবে। তবে শহরের সংখ্যা দ্রুত বাড়বে এবং আগামী আড়াই বছরের মধ্যেই সারাদেশে ব্যবহারকারীরা 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলেও জানা গিয়েছে।

99832 5g

5G-র বিশেষত্ব কি: দেশে 5G ইন্টারনেট পরিষেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ব্যবহারকারীরা। জানিয়ে রাখি যে, 5G ইন্টারনেট পরিষেবা বর্তমান 4G পরিষেবার থেকে প্রায় ১০ গুণ দ্রুত কাজ করবে। বর্তমানে, 4G থেকে এক ঘণ্টায় ডাউনলোড করা ভিডিও 5G থেকে মাত্র ৫০ সেকেন্ডে ডাউনলোড করা যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর