বাংলা হান্ট ডেস্ক : শাসক শিবিরের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে বিজেপির তরফ থেকে বারবার তোলাবাজির অভিযোগ তোলা হয়েছিল, কয়েক দিন আগে শাসক শিবিরের এক সাংসদ এ ভাবেই প্রশ্নের মুখে পড়েছিলেন তবে এ বার সেই তালিকায় যুক্ত হলেন এক বিজেপি নেত্রী। দলের নাম করে টাকা তোলার চেষ্টায় অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের স্ত্রী তথা বিজেপি নেত্রী ভারতে দামোদর চৌধুরী।
জানা গিয়েছে ভুয়ো পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা আদায়ের চেষ্টা করেছিলেন ভারতী চৌধুরী নামের ওই মহিলা। যেহেতু স্বামী প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ তাই তাঁর নাম করে আবার কখনও নিজেকে পুলিশ বলে পরিচয় দিতেন ওই মহিলা। এলাকাতেও তিনি নিজের পরিচয় গোপন করে রেখেছিলেন বলেই সূত্রের খবর।
সম্প্রতি দহিসারের এক টেম্পো মালিকের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে পাঁচ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করতেই তাঁর পরিচয় প্রকাশ্যে আসে এবং তাঁকে গ্রেফতার করা হয়। দীপক গুপ্তা নামে এক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন তাঁর একটি টেম্পো কে বাজারে পাঠিয়েছিলেন ঠিক সেই সময়ই মাঝ রাস্তায় ভারতে চৌধুরী ও এক ব্যক্তি তাঁর টেম্পো আটকে নিজেদের পুলিশ অফিসার বলে পরিচয় দেয় এবং গুটখা পাচারের অভিযোগ তুলে পাঁচ লক্ষ টাকা চেয়ে বসেছিলেন।
যদিও সেই টেম্পো করে পান মশলা বিক্রির জন্য পাঠানো হচ্ছিল বলে জানিয়েছেন দীপক গুপ্তা, তাই ঘটনার জেরে তিনি থানার দ্বারস্থ হন এবং পুলিশকে গোটা বিষয়টি জানিয়ে থানায় লিখিত অভিযোগে দাবি করেন। এর পর তদন্তে নেমে পুলিশ ওই মহিলার পরিচয় জানতে পারেন। এমনকি তাঁর সহযোগী চন্দন যাদব নামে ও এক ব্যক্তির খোঁজ পেয়েছে পুলিশ।