বাংলা হান্ট ডেস্ক : অবশেষে পুলিশের জালে পূর্ব বর্ধমানের কুকুর পুড়িয়ে মারার মূল অভিযুক্ত। বেশ কয়েক দিন আগে দুই বাচ্চা সহ এক গর্ভবতী কুকুরকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের গোদার খন্দকার পাড়ার আসিয়া বিবির দিকে। বর্ধমানের পশুপ্রেমী সংগঠনের তরফ থেকে থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অবশেষে মঙ্গলবার সকালে বর্ধমানে নবাবহাট বাসস্ট্যান্ড থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে আদালতে পেশ করা হলে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। 3 নভেম্বর তারিখে আসিয়া বিবির বাড়ির একটি জায়গায় ওই গর্ভবতী কুকুর সন্তান প্রসব করেছিল ঠিক সেই সময়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেয় আসিয়া বিবি। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়েছিল স্থানীয় পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।
গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করলে পরের দিনই মৃত্যু হয়। এই কুকুরের মৃত্যুর পর পশুপ্রেমী সংস্থার তরফে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ে করে এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 428 নম্বর ধারায় মামলা রুজু করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই মহিলা তবে মঙ্গলবার অবশেষে পুলিশের জালে ধরা পড়তে হয় তাকে।
ঘটনার পর নিন্দা প্রকাশ করেছে রাজ্যের অন্যান্য পশুপ্রেমী সংগঠনের সদস্যরা । যখন এনআরএস কাণ্ডে কুকুর পেটানোর ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য ঠিক তখনই রাজ্যের অন্য প্রান্তে নৃশংসভাবে কুকুরকে হত্যা করা হল, কেন? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খবর পোস্ট করে শাস্তির দাবিতে সরব হয়েছিলেন পশুপ্রেমীরা।