কলকাতার এক বাড়িতে বোমা তৈরির কারখানা, গ্রেফতার শেখ শাহজাদা

বাংলা হান্ট ডেস্ক :আবারও রাজ্যেই মিলল বোমা তৈরির কারখানা। এবার খাস শহর কলকাতার বুকে। কলকাতার ইকবালপুরের একটি বাড়িতে বোমা তৈরির কারখানা চলছিল রমরমিয়ে। পুলিশের নাকের ডগায় থাকলেও এতটাই গোপনীয়তা রক্ষা করা হয়েছিল যে পুলিশ তার টের পায়নি।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই বাড়িতে তল্লাশি চালিয়েই পুলিশ ও কারখানা থেকে বোমা ও যন্ত্রপাতি উদ্ধার করে। একইসঙ্গে ওই বাড়ি থেকে এক দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম শেখ শাহজাদা। জানা গেছে ওই বাড়ির একটি ঘরেই বোমা তৈরির কাজ চলত। পুলিশ শুক্রবার ওই বাড়িতে হানা দিতেই খবর পেয়ে সেখান থেকে পালায় দুই দুষ্কৃতি কিন্তু একজন হাতে নাতে ধরা পড়ে। একইসঙ্গে সেখান থেকে বোমা তৈরির কিছু সংরঢ্জামও পুলিশ বাজেয়াপ্ত করে।bbaa19ea dfbd 4db2 9121 e97aa9c22e3c

তবে এই ঘটনায় যুক্ত বাকিদের তল্লাশি চালাচ্ছে পুলিশ। একইসঙ্গে ঘটনায় বাইরের কেউ যুক্ত আছে, কিংবা জঙ্গী যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত কয়েক বছরে যেভাবে রাজ্য থেকে বেশ কয়েকজন জঙ্গীকে হাতে নাতে ধরেছেন গোয়েন্দারা তারপর থেকে সদা সতর্ক হয়েছে পুলিশ আধিকারিক থেকে গোয়েন্দারা।

প্রসঙ্গত, কয়েকবছর আগেই বর্ধমানে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির কারখানা থেকেই বিস্ফোরণ হয়। বর্ধমানের খাগড়াগড় কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে মূলপান্ডা সহ বেশ কয়েকজন।

সম্পর্কিত খবর